প্যারিস: দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ এসেছিল। এবার প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের সম্ভানা ক্রমেই উজ্জ্বল করছে ভারতীয় হকি দল। গতকাল অস্ট্রেলিয়াকে অলিম্পিক্সের ইতিহাসে ৫২ বছর পর ফের হারাল ভারতীয় হকি দল। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংহের দল। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সের পর ফের অস্ট্রেলিয়াকে হারাল ভারত। এবার কোয়ার্টার ফাইনালে রবিবার ভারতের সামনে গ্রেট ব্রিটেন। বেলজিয়ামের বিরুদ্ধে একমাত্র গ্রুপে হারতে হয়েছিল ভারতকে। ১-২ গোলে হেরেছিল ভারতীয় হকি দল। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকেই নক আউটে খেলতে নামবে ভারতীয় হকি দল।
বাকি কোয়ার্টার ফাইনালগুলোয় বেলজিয়াম স্পেনের বিরুদ্ধে খেলবে। এছাড়াও নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া, জার্মানি বনাম আর্জেন্তিনা ম্য়াচ রয়েছে। প্রত্যেকটি ম্য়াচই রবিবার খেলা হবে। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সেও কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন এই আটটি ম্য়াচই।
গতকাল অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের লক্ষ্যপূরণে সফল হল ভারত। দলের হয়ে জোড়া গোল করে ফের নজর কাড়লেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মতোই তাঁর একটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে, আরেকটি পেনাল্টি স্ট্রোক থেকে। ভারতের হয়ে অপর গোলটি করেন অভিষেক। ম্যাচের প্রথম কোয়ার্টারেই হরমনপ্রীত ও অভিষেক ২-০ ভারতীয় দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে তেমন প্রভাবিত না করলেও, দ্বিতীয় কোয়ার্টার অস্ট্রেলিয়া আক্রমণ শানাতে থাকে। নিজের শেষ টুর্নামেন্ট খেলা ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশ একাধিক ভাল সেভ করেন। তবে পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথমার্ধ শেষের আগে ব্যবধান অর্ধেক করে ফেলে অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই শ্রীজেশ দারুণ এক সেভ করে ভারতের লিড অব্যাহত রাখেন। তার কিছুক্ষণ পরেই পেনাল্টি স্ট্রোক থেকে চলতি অলিম্পিক্সে নিজের ষষ্ঠ গোল করে ভারতকে ৩-১ এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ভারতীয়দের রক্তচাপ বাড়িয়ে ব্লেক গোভার্স অস্ট্রেলিয়ার হয়ে স্কোর ৩-২ করেন। কিন্তু ম্য়াচ বাঁচাতে পারেনি অজিরা।
শেষ পর্যন্ত ভারতই জয় ছিনিয়ে নেয়। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে তিন জয় ও একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্টে শেষ করল ভারতীয় হকি দল।