অরিত্রিক ভট্টাচার্য, রঞ্জিত সাউ, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রাতভর জেলায় জেলায় দুর্যোগের ছবি। এ বছর বর্ষার এমন ভয়াল রূপ দেখেনি দক্ষিণ বঙ্গবাসী। অগাস্টের শুরুতেই তাণ্ডব দেখাল প্রকৃতি। শুক্রবার সারারাত ধরে চলল অঝোরে বৃষ্টি। ভোর রাতে কলকাতার বিভিন্ন জায়গায় হল তুমুল বর্ষণ। আর তার জেরে মহানগরে নানা জায়গায় জমেছে জল। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । আবার বাংলার ওপর দিয়েই গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে । এর জেরে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যজুড়ে। এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সবথেকে বেশি।
পামারবাজার- ৪১.৬ মিমি
ঠনঠনিয়া- ২৪ মিমি
চিংড়িহাটা- ৩৯ মিমি
মানিকতলা- ৩৩ মিমি
দত্তবাগান- ৩২ মিমি
বীরপাড়া- ২৭ মিমি
মার্কাস স্কোয়ার - ১৫ মিমি
ধাপা- ২৪ মিমি
তোপসিয়া- ৩৫ মিমি
উল্টোডাঙ্গা - ৪২ মিমি
কামডহরি - ১২ মিমি
পাটুলি - ১১ মিমি
বালিগঞ্জ- ২৩ মিমি
চেতলা- ৬মিমি
যোধপুর পার্ক- ২২ মিমি
কালীঘাট- ১৫ মিমি
বেহালা এফসি- ১১ মিমি
জোকা- ১৯ মিমি
গার্ডেন রিচ- ৯ মিমি
রাতভর বৃষ্টিতে জল জমেছে PTS, নারকেলডাঙা মেন রোডে। জলে ভাসছে বিমানবন্দর নিকটবর্তী কৈখালি এলাকাও। পাতিপুকুর আন্ডারপাস থেকে লেকটাউন, VIP রোড, সর্বত্রই জলছবি। ভাসছে সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড় এলাকাও। এছাড়াও জলমগ্ন সল্টলেকের বিভিন্ন এলাকা। FD ব্লক থেকে করুণাময়ী বাস স্ট্যান্ড , সেক্টর ফাইভ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, সর্বত্র জল থৈ থৈ পরিস্থিতি। দ্রুত জল বার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নবদিগন্তের কর্মীরা।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। দিনভর মেঘলা আকাশ তো থাকবে বটেই , বৃষ্টিপাতও চলবে দিনভর। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছিল ২৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আছে ৮০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.৯ মিলিমিটার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: