কলকাতা: প্রায়শই আসতেন ক্যাসিনোয় (Casino)। প্রায়শই খেলতেন, কখনও জিততেন কখনও হারতেন। কিন্তু এবার যে এমনটা হবে তা বুঝতে পারেননি। আর আনন্দের আতিশয্যে শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক। ঘটনাস্থল সিঙ্গাপুরের এক ক্যাসিনো (Singapore Casino।


news.com.au - এ প্রকাশিত খবর অনুযায়ী, সিঙ্গাপুরের ওই ক্যাসিনোয় ২২ জুন এসেছিলেন ওই ব্যক্তি। যোগ দিয়েছিলেন খেলায়, সেখানেই সেদিন হয়তো তাঁর জন্য আড়ালে হেসেছিলেন ভাগ্যদেবী। সেদিনই ওই ক্যাসিনোয় তিনি জিতে ফেলেন জ্যাকপট- ৩.২ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ৩৩ কোটি ৭৬ লক্ষ টাকার কিছুটা বেশি। তারপরেরই ঘটে বিপত্তি। জ্যাকপট জেতার আনন্দে নাচানাচি করতে থাকেন তিনি, লাফাতে থাকেন। সেই সময়েই হঠাৎ মাটিতে পড়ে যান- পরে চিকিৎসকরা জানিয়েছেন তাঁর হার্ট অ্য়াটাক হয়েছিল।


মাটিতে পড়ে যেতেই চমকে ওঠেন আশেপাশে থাকা ব্যক্তিরা। ঘিরে ধরেন ওই ব্যক্তিকে। ক্যাসিনোর কর্মীরা তৎক্ষণাৎ এসে পড়েন। ওই ব্যক্তির সঙ্গে এক মহিলাও ছিলেন। ওই অবস্থা থেকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। তারপরেই দ্রুত অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে এখন চিকিৎসা চলছে তাঁর। 


একাধিক সোশ্যাল মিডিয়া (Social Media Post) পোস্টে দাবি করা হয়েছে ওই ব্যক্তি মারা গিয়েছেন। কিন্তু বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে তিনি বেঁচে আছে, চিকিৎসা চলছে।    


এনডিটিভির প্রতিবেদন সূত্রের খবর, ক্যাসিনোর তরফে জানানো হয়েছে, ওই মৃত্যুর খবর ঠিক নয়। এর জন্য তাঁর পরিবার মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছে। অনলাইনে একটি ভিডিও খুব প্রচারিত হয়েছে। যা ওই ব্য়ক্তির পরিবারের মানসিক স্থিতির জন্য ঠিক নয় বলে জানানো হয়েছে ওই ক্যাসিনোর তরফ থেকে। পাশাপাশি, বেশ কিছু ক্ষেত্রে জেতা টাকার অঙ্ক নিয়েও ঠিক তথ্য় পরিবেশন করা হয়নি বলে দাবি করে হয়েছে সংস্থার তরফে। যদিও ক্যাসিনোর তরফে স্পষ্ট করে আর্থিক মূল্যের অঙ্কও জানানো হয়নি। ওই ক্যাসিনো পরিচালনা করে Las Vegas Sands- নামে একটি সংস্থা। এটি নেভাদা-স্থিত একটি সংস্থা। 


আগেও এমন ঘটনা:
এর আগেও প্রায় এমনই একটি ঘটনা ঘটেছিল আমেরিকার মাটিতে। ২০২১ সালে আমেরিকার মিশিগানে এক ব্যক্তিকে সমুদ্রসৈকতে মৃত অবস্থায় পাওয়া যায়, তার পকেটে জয়ের টিকিট ছিল। আমেরিকায় এমন আরএ একটি ঘটনা ঘটেছিল। লাস ভেগাসে একটি ক্যাসিনোয় টেবিলে বসে থাকার সময় হঠাৎ এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?