প্যারিস: আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। কিন্তু প্যারিস অলিম্পিক্সে বিভিন্ন ক্যাটাগরিতে মহারণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গতকাল থেকে ফুটবল, রাগবি খেলা শুরু হয়েছে। এদিকে আজ ভারতীয় তিরন্দাজ দল অলিম্পিক্সে নামতে চলেছে। ভারতের পুরুষ ও মহিলা দুই তিরন্দাজ দলই এদিন নামবে অলিম্পিক্সের মঞ্চে। পুরুষ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন বি ধীরাজ, তরুণদীপ রাই ও প্রবীন যাদব। অন্য়দিকে মহিলাদের তিরন্দাজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে দীপিকা কুমারি, অঙ্কিতা ভক্ত ও ভজন কৌরকে। 


ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু হওয়ার কথা তিরন্দাজির ইভেন্ট। মোট ৩২টি খেলা এবারের অলিম্পিক্সে হবে। তার মধ্যে ২৮টি কোর অলিম্পিক্স স্পোর্টস রয়েছে। এবার নতুন কিছু খেলা অন্তর্ভূক্ত হয়েছে অলিম্পিকসে। সেগুলো হল ব্রেকিং, স্কেটবোর্ডিং, সার্ফিং ও স্পোর্টস ক্লাইম্বিং। 


ভারতে প্যারিস অলিম্পিক্সের ম্য়াচগুলো দেখতে পাওয়া যাবে স্পোর্টস ১৮-এ। এছাড়া লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায়। 


প্যারিসে ভারতের পদক জয়ের স্বপ্ন এই নিয়ে চতুর্থবার অলিম্পিক্স খেলতে নামা দীপিকা কুমারীকে নিয়ে। ২০১০ সাল। সেবার কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেই প্রতিযোগিতায় দু-দুটি সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন দীপিকা। তার ২ বছর পর তুরস্কে এল আরও বড় সাফল্য। ২০১২ সালে তুরস্কের মাটি থেকে বিশ্বকাপ তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন দীপিকা। ভারতীয় তিরন্দাজ নিজের চতুর্থ অলিম্পিক্সে নামছেন প্যারিসে। পরপর ৪টি অলিম্পিক্সে নামছেন তিনি। 


উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে মোট ১১৭ জন ভারতীয় এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। সংখ্যার বিচারে টোকিওতে ১২১ জনের পর এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। আগেরবার ভারতীয় মহিলা হকি দল টোকিওতে চতুর্থ স্থান অধিকার করেছিল। অল্পের জন্য ব্রোঞ্জ পদক মিস করেছিল তারা। কিন্তু এবার দুর্ভাগ্যজনকভাবে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা। তারা খেললে সংখ্যাটা আরও বেশিই হত। মোট অলিম্পিয়ানদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৪৭ জন মহিলা রয়েছেন। আবার এবারের ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে ৭২জনই নিজের প্রথম অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ মোট সংখ্যার ৬২ শতাংশই নবাগত। ভারতের সব রাজ্যের মধ্যে হরিয়ানা থেকেই সর্বাধিক ২৪ অলিম্পিয়ান এবারে প্যারিসে ভারতের হয়ে পদক জয়ের আশায় নামবেন। এই ২৪ জনের মধ্যেই কিন্তু নীরজ চোপড়াও রয়েছেন। বাংলা থেকে অলিম্পিক্সের মঞ্চে খেলতে নামবেন মাত্র তিনজন অ্যাথলিট।