প্যারিস: ফাইনালে উঠেও সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। ফাইনালে নামতেই পারেননি। ৫০ কেজির বিভাগে অংশ নিয়েছিলেন। কিন্তু ফাইনালের দিন বুধবার আচমকাই ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছিল। যার ফলে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকেই বাতিল হয়ে যান। তবে লড়াই ছাড়ছেন না ভারতের এই লড়াকু কুস্তিগীর। IOC-র সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে CAS-র দ্বারস্থ হলেন এবার। সোনা না হলেও অন্তত রুপো নিয়ে ঘরে ফিরুন বিনেশ ফোগত (Vinesh Phogat)। এমনটাই চাইছেন সবাই। আজ সকালে ১১.৩০টায় সিএএসের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হবে। তখনই জানা যাবে যে বিনেশের আবেদন মানা হবে কি না।


ভারতীয় অলিম্পিক্স অ্যাসেসিয়েশনের সভাপতি পিটি ঊষা বলেন, 'আমি কিছুক্ষণ আগেই বিনেশের সঙ্গে অলিম্পক্সের ক্লিনিকে দেখা করি। ওকে অলিম্পিক্স অ্যাসোসিয়েশন, ভারত সরকার তথা গোটা দেশ যে ওর পাশে রয়েছে, সেটা জানাই। ওকে প্রয়োজনীয় সবরকম মানসিক ও শারীরিক সাপোর্ট আমরা দিচ্ছি। বিনেশকে বাতিল করার বিরুদ্ধে আপিল করা হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের তরফে, যাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। দিনশাও পার্দিওয়ালাসহ বিনেশের গোটা মেডিক্যাল দল, চিফ দে মিশন গগন নারংরা বিনেশ যাতে ম্যাচ খেলতে পারে, তার জন্য সব চেষ্টা করেছিল, সেই বিষয়ে আমি অবগত।'


উল্লেখ্য, বিনেশের চুল কাটা থেকে ওর কাপড়ে দৈর্ঘ্য ছোট করা, গোটা রাতভর সবটা করা হলেও, ভারতীয় কুস্তিগীরের ওজন কোনওভাবেই ৫০ কেজির মধ্যে আনা সম্ভব হয়নি। তারকা কুস্তিগীরের শারীরিক অবস্থার আপডেট দিলেন প্যারিসে ভারতীয় দলের ডাক্তার দিনশাও পার্দিওলা।  'বিনেশকে কিছু ফ্লুইড দেওয়া হয়েছে যাতে ওঁ ডিহাইড্রেটেড না হয়ে পড়েন। আর সব ঠিকঠাক আছে কি না দেখতে আমরা স্বাভাবিকভাবেই কিছু রক্তপরীক্ষা করিয়ে থাকি। সেই প্রক্রিয়াটাই স্থানীয় অলিম্পিক্স হাসপাতালে চলছে। বিনেশের বাকি সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে এবং এই ওজন কমানোর প্রক্রিয়া চলাকালীনও তিনি একেবারে সুস্থ ও স্বাভাবিক ছিলেন। ওঁ আইওএ সভাপতি পিটি ঊষার সঙ্গে কথাও বলেছেন। ওঁ মানসিক ও শারীরিকভাবে সুস্থ হলেও, তৃতীয় অলিম্পিক্সে পদক হাতছাড়া করে বিনেশ দুঃখিত।'


এদিকে, নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ''বিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন'।'তুমি ভারতের গর্ব, প্রত্যেক ভারতবাসীর অনুপ্রেরণা'।'আজকের ঘটনা কষ্ট দিচ্ছে'।'কিন্তু আমি জানি, তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে ফিরে আসবে'। 'আমরা তোমার জন্য অপেক্ষা করছি।''