প্যারিস: একটা লাল কার্ড। আর তার খেসারত এবার দিতে হবে সেমিফাইনালে। আগামী মঙ্গলবার ৭ আগস্ট প্যারিস অলিম্পিক্সের হকির সেমিফাইনালে খেলতে নামবে ভারত। জার্মানির বিরুদ্ধে সেই গুরুত্বপূর্ণ ম্য়াচে ভারতীয় দল পাবে না দলের নির্ভযোগ্য ডিফেন্ডার অমিত রোহিদাসকে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্য়াচে দ্বিতীয় কোয়ার্টার অমিতকে রেড কার্ড দেখতে হয়েছিল। তাঁকে ছাড়াই ম্য়াচের বাকি সময়টা খেলতে হয়েছিল ভারতীয় হকি দলকে। এবার এক ম্য়াচ নির্বাসিত হতে হল অমিতকে। শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ম্য়াচে নামার আগে যা অবশ্যই চাপ বাড়াবে হরমনপ্রীতদের।
অমিত না থাকায় মঙ্গলবারের ম্য়াচের জন্য ভারতীয় হকি দল এখন শুধুমাত্র ১৫ জন খেলােয়াড়কে নিয়েই একাদশ সাজাতে পারবেন। আটবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন দলের জন্য যা কিছুটা চ্যালেঞ্জিংই বলা চলে। FIH-র তরফে দেওয়া সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ''আমিত রোহিদাসকে এক ম্য়াচের জন্য নির্বাসিত করা হয়েছে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তাঁর লাল কার্ড দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য ৭ আগস্ট সেমিফাইনালে ভারতের স্কোয়াড ১৫ জনই নির্ধারণ করা হবে।''
এদিকে অমিতের লাল কার্ড দেখার সিদ্ধান্তকে অনেক হকি বিশেষজ্ঞই কঠোর সিদ্ধান্ত বলে মানছেন। হকির স্টিক কোমড়ের ওপরে তুলে নিয়েছিলেন অমিত, তা ঠিক। কিন্তু তিনি একেবারেই গ্রেট ব্রিটেনের প্লেয়ারকে দেখতেই পাননি। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে হলুদ কার্ড দিয়ে কিছুক্ষণ কোর্টের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া যেতেই পারত। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডে বল নিয়ে ড্রিবলিং করছিলেন অমিত রোহিদাস। সেই সময়ই হঠাৎ করে পেছনে ট্যাকল করতে আসা গ্রেট ব্রিটেনের হকি প্লেয়ার উইল ক্যালনানের মুখে স্টিক দিয়ে আঘাত করেন। যদিও অমিত একেবারেই পেছনে থাকা ক্যালনানকে দেখতে পারেনিি। কিন্তু রেফারির মনে হয়েছিল যে ওটা লাল কার্ড দেওয়ার মতই অপরাধ। শেষে অমিতকে হকির কোর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়।
এদিকে হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে গতকাল শ্যুট আউটে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় হকি দল। নির্ধারিত সময়ে প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত হরমনপ্রীতের গোলে। যদিও গোলশোধও করে দিয়েছিল গ্রেট ব্রিটেন। তবে শ্যুট আউটে শ্রীজেশ চিনের প্রাচীর হয়ে দাঁড়ান গোলপোস্টের নীচে। একটি গোল আটকে দেন তিনি। আর একটি শট বারের ওপর দিয়ে মারেন গ্রেট ব্রিটেনের হকি প্লেয়ার। টোকিও অলিম্পিক্সেও কোয়ার্টারে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিতেই সেমিতে প্রবেশ করেছিল ভারতীয় হকি দল।