নয়াদিল্লি: ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে (Tolyp Olympics 2020) ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। মনপ্রীত সিংহ। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক আসন্ন প্যারিস অলিম্পিক্সের আগেও আশাবাদী। এবার ভালোবাসার শহরেও ভারতীয় হকির 'চক দে ইন্ডিয়া' ধুন শোনা যাবে। প্যারিসেও লুপে বাজবে শাহরুখের বিখ্যাত ছবির গান। ডায়াসে উড়বে তেরঙ্গা। এক সাক্ষাৎকারে মনপ্রীত বলেন, ''টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর আমাদের হকি দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। দল আগামী অলিম্পিক্সের জন্য গত চারবছর ধরে প্রস্তুত হয়েছে। এই মুহূর্তে দলের প্রত্যেকে ফিটনেস ও স্ট্রেংথে বেশি গুরুত্ব দিয়েছে। বিভিন্ন প্রো লিগে অংশ নিচ্ছে ভারতীয় দল যাতে বিশ্বের সেরা প্লেয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা।''
প্যারিসের আবহাওয়া, পরিস্থিতি কি সমস্যায় ফেলবে? মনপ্রীত বলছেন, ''টোকিওর যেমন পরিবেশ ছিল, প্যারিসের পরিবেশটা একটু আলাদা থাকবে। এছাড়াও এবার প্রচুর সমর্থক থাকবেন। আগের বার সমর্থক ছিল না স্টেডিয়ামে। আমরা ইউরোপে খেলেছি ইউরোপের অনেক সেরা দলের সঙ্গে। আমরা শুধু নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। প্রতিটা ম্য়াচে নিজেদের সেরা পারফরম্য়ান্স করার চেষ্টা করব।''
৩২ বছরের মনপ্রীত দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দলের অংশ। ২০১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের জার্সিতে খেলেছিলেন মনপ্রীত। এরপর ২০১৬, ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে খেলেছিলেন মনপ্রীত। ২০১৭ সালে এশিয়া কাপ জয়ে ভারতের নেতৃত্বভার সামলেছিলেন মনপ্রীত।
২০২০ টোকিও অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে ৫-৪ গোলে জয়ের পর ব্রোঞ্জ জেতে ভারতীয় হকি দল। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সের পর প্রথমবার হকিতে পদক পায় ভারত।
গত বছর হাংঝাউ এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় হকি দল। এরপরই প্যারি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলে ভারত। মনপ্রীতের চতুর্থ বার এই টুর্নামেন্টে খেলতে নামা হবে। তাঁর স্ত্রী বলছেন, ''আমরা সবাই খুব উত্তেজিত। চতুর্থ বারের জন্য মনপ্রীত অলিম্পিক্সের মত সম্মানজনক মঞ্চে খেলতে নামবে। যেই খেলাটা ওঁ এত ভালবাসে। সেখানে সবসময় নিজের সেরাটা দিতে চাই। আমাদের গোটা পরিবার ওঁর জন্য খুশি।"