কলকাতা: দুর্গাপুজোয় (Durgapuja 2024) শহরে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী। কলকাতায় আসছেন মনু ভাকের (Manu Bhaker)। আগামী শনিবার ৫ অক্টোবর কলকাতায় একদিনের সফরে আসবে মনু (Manu Bhaker)। এখানেই সুজিত বসুর (Sujit Basu) শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Shreebhumi Sporting Club) দুর্গাপুজোয় প্রধান অতিথি হিসেবে আসার কথা মনুর। বিমানবন্দরে নামার পরই সেখান থেকে সুজিত বসুর সঙ্গে দেখা করে ক্লাবের পুজো দেখতে চলে আসবেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী। ক্লাবের ক্রীড়াবিদদের সঙ্গে দেখাও করার কথা মনু। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মনুকে সংবর্ধিত করা হবে। মনু নিজেও জানিয়েছেন তিনি কলকাতায় দুর্গাপুজোর অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়ায় অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছেন। 


প্যারিসে অনন্য কীর্তির পর বেড়েছে মনুর ব্যাঙ্ক ব্যালেন্স, বেড়েছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ থেকে জনপ্রিয়তা, সবই। তিনি দেশের অন্যতম বড় আইকন এখন। তবে এতকিছুর পরেও ব্যক্তিগতভাবে মনু কিন্তু বদলাননি। সোশ্যাল মিডিয়ায় মনু জানান অলিম্পিক্স পদক জয়ের পর তাঁর জীবনে কিছুই বদলায়নি। পাশাপাশি তিনি এও জানান যে তিনি শীঘ্রই অনুশীলনে ফিরবেন। তিনি লেখেন, 'যারা আমায় জিজ্ঞেস করছেন যে পদক জয়ের পর আমার জীবনে কী বদলেছে, তাদের জানাতে চাই যে কিছ্ছু বদলায়নি। আমি সেই একই মনু ভাকের রয়েছি এবং বর্তমানে নিজের ছুটি উপভোগ করছি। আমি নভেম্বরে আবার শ্যুটিংয়ে ফিরব এবং আবার অনুশীলনও চালু করব। আপানাদের ভালবাসা ও মনোযোগের জন্য অনেক ধন্যবাদ।' 


প্যারিস অলিম্পিক্সে অনবদ্য় সাফল্যের পরেও মনু কিন্তু সমালোচনায় বিদ্ধ হয়েছেন। তবে তরুণী কিন্তু কোনদিনই ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাঁকে দিনকয়েক আগেও সোশ্যাল মিডিয়া ট্রোলদের শিকার হতে হয়েছিল। তিনি সর্বত্র নিজের অলিম্পিক্স পদক পরেই যাচ্ছেন, এই খোঁচা শুনতে হয়েছিল। তবে সেক্ষেত্রেও মনু কিন্তু যোগ্য জবাব দিয়েছিলেন।


কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় মনু লেখেন, 'আমি প্যারিস অলিম্পিক্স ২০২৪ সালে যে দুইটি পদক জিতেছি, সেটা গোটা দেশের। যখনই আমায় কোনও ইভেন্টে ডাকা হয় এবং আমার পদকগুলি দেখানোর জন্য অনুরোধ করা হয়, তখন কিন্তু স্বইচ্ছায় অত্য়ন্ত গর্বের সঙ্গেই আমি সেটা করে থাকি। আমি এভাবেই আমার স্বপ্নের সফরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।'


আরও পড়ুন: ভারতসফরে 'ইউনিভার্সাল বস', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন গেল