প্যারিস: অলিম্পিক্সে বোমাতঙ্ক। প্যারিসে (Paris Olympics 2024) এবার বসেছে গ্রেটেস্ট শো অন দ্য় আর্থের আসর। অলিম্পিক্স ভেন্যুর সামনে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেছেন নিরাপত্তারক্ষীরা (Security)। এরপরই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। সেন্ট ডেনিসের পোর্তে দে প্যারিস স্টেশনের চারপাশে এলাকা ঘিরে রাখা হয়েছে। কারণ সেখানেই সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়। এই স্টেশনটি স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামের নিকটবর্তী স্থানে অবস্থিত। আর এই স্টেডিয়ামেই অলিম্পিক্সের খেলাও অনুষ্ঠিত হচ্ছে। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 


বম্ব অ্যালার্ট ঘোষণা হওয়ার পরই স্টেডিয়ামটি পুরো ফাঁকা করে দেওয়া হয়। গতকাল দুপুর ১ টার সময় খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ৫.৩০ থেকে ফের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু করা সম্ভব হয়নি। কারণ কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অলিম্পিক্স কর্তৃপক্ষ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন অবশ্য জানিয়েছেন, অলিম্পিক্সের প্রথম সপ্তাহে কোনও হুমকি ফোন আসেনি। এছাড়া যদিও প্রথম সপ্তাহেই প্রায় ২০০ জনকে প্যারিসে গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য। ১৮০ জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন তাদের মধ্যে। 


উল্লেখ্য়, অলিম্পিক্স শুরুর আগেই প্যারিসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক তরুণী। এক কাবাবের দোকানে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন সেই তরুণী। টুর্নামেন্টের নিরাপত্তার দায়িত্বে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে দুটি উচ্চ প্রশিক্ষিত কে৯ সারমেয়র দল প্যারিসে এবার গিয়েছে। এই টুর্নামেন্টে নিরাপত্তার দায়িত্বে থাকছে ভারতের আধাসামরিক বাহিনীও। মোট ১০টি বিশেষ দলকে প্যারিসে পাঠানো হয়েছে।  প্রতিযোগিতার সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাঁরা। এছাড়াও প্যারিস অলিম্পিক্স আয়োজকরা এবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলিটদের অনেক সময় সোশ্য়াল মিডিয়ায় বিদ্রপ, কটুক্তি করা হয়, যা মানসিকভাবে তাঁদের বিপর্যস্ত করে তোলে, তা ধরে ফেলার জন্য একরকম মনিটরিং সিস্টেম তৈরি করা হয়েছে। যে বা যিনি কোনও বিদ্রুপমূলক পোস্ট করবেন তাঁকে চিহ্নিত করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে। ডোপিং সংক্রান্ত নিয়ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের গাইডলাইনও মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ফের পদকের লক্ষ্যে মনু, তিরন্দাজিতে সাফল্যের খোঁজে দীপিকা, অলিম্পিক্সে আজ ভারতের সূচি