মোহালি: আট বছর পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন পার্থিব পটেল। গ্লাভস হাতে তিনটি শিকারের পর ব্যাট হাতে এখনও পর্যন্ত ৩৭ রান করে ফেলেছেন এই বাঁ হাতি। মূলত তাঁর দাপটেই মোহালিতে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের সময় ভারতের রান ৬০। আউট হয়েছেন মুরলী বিজয় (১২)। পার্থিবের সঙ্গে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (৮)।


এর আগে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ৩.৫ ওভার। তার মধ্যেই বাকি দু উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। তিনি আউট করেন আদিল রশিদ (৪) ও গ্যারেথ ব্যাটিকে (১)। ১৩ রানে অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন।

ভারতীয় দলের এখন লক্ষ্য যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের রান টপকে গিয়ে যথাসম্ভব বেশি লিড নেওয়া। পরিস্থিতি যা তাতে বোঝা যাচ্ছে, এই টেস্টে ফল হবে। ভারত যদি প্রথম ইনিংসে বড় লিড নিতে পারে, তাহলে বিরাট কোহলির দলের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।