রাঁচি: কোভিড ১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাত্র ১ লক্ষ টাকা অনুদান দেওয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে ধোনি যে পর্দার আড়ালে থেকে কাজ করতে ভালবাসেন, সে প্রমাণ ফের একবার দিলেন তাঁর বন্ধু ও ম্যানেজার মিহির দিবাকর। তিনি জানালেন, করোনা আবহে কোনও পণ্যের প্রচার করছেন না ধোনি। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, করবেনও না।
করোনা আবহে দেশের অর্থনীতির বেহাল দশা। উদ্বিগ্ন অর্থনীতিবিদরাও। লকডাউনের শুরু থেকে রাঁচিতে নিজের ফার্মহাউসে রয়েছেন ধোনি। সেখানে চাষ করছেন বলেও খবর। তাঁর বন্ধু দিবাকর বলেছেন, ‘দেশভক্তি ওর রক্তে রয়েছে। চাষবাষ হোক বা দেশের সুরক্ষা, সব ব্যাপারেই খুব নিষ্ঠাবান। ওর ৪০-৫০ একর কৃষিজমি রয়েছে আর সেখানে পেঁপে, কলার মতো ফল ও ফসল ফলাচ্ছে। কোনও পণ্যের প্রচার করছে না। ও বলে দিয়েছে যতক্ষণ না সব কিছু স্বাভাবিক হচ্ছে, কোনও বাণিজ্যিক কাজ করবে না।’
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাণিজ্যিক কাজ করবেন না ধোনি, জানালেন বাল্যবন্ধু মিহির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2020 01:33 PM (IST)
করোনা আবহে দেশের অর্থনীতির বেহাল দশা। উদ্বিগ্ন অর্থনীতিবিদরাও। লকডাউনের শুরু থেকে রাঁচিতে নিজের ফার্মহাউসে রয়েছেন ধোনি। সেখানে চাষ করচেন বলেও খবর।
করোনার জেরে দেশজুড়়ে চলছে লকডাউন। রাঁচির ফার্মহাউসে সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। পৌষ্য জার্মান শেফার্ডের সঙ্গে চায়ের গ্লাস হাতে খোশমেজাজে ধোনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -