কলকাতা: সিএসকের বিরুদ্ধে নাগাড়ে পঞ্চম ম্যাচ জিতল পাঞ্জাব কিংস। ময়ঙ্ক যাদবের ফিটনেস আপডেট দিলেন জাস্টিন ল্যাঙ্গার। এক নজরে খেলার সব খবর।


পাঞ্জাবের পাঞ্জা


সিএসকের ঘরের মাঠে কার্যত হেসেখেলে জয় পেল পাঞ্জাব কিংস (CSK vs PBKS)। ১৬৩ রান তাড়া করতে নেমে রাইলি রুসো (Rilee Rossouw) ও জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) ব্যাটে ভর করে সহজ জয় পেল পাঞ্জাব কিংস। ১৩ বল বাকি থাকতে সাত উইকেটে জয় পেলেন বেয়ারস্টোরা।


চেন্নাইয়ের প্রথম ইনিংসে রুতুরাজদের ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে বেশ বেগ পেতে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে ব্যাটিং খানিকটা সহজ হয়। সেটা বেয়ারস্টো-রুসোর স্ট্রোক খেলার বহর দেখেই বোঝা যাচ্ছিল। প্রভসিমরণ সিংহ ১৩ রানে শুরুতেই আউট হয়ে যান। ১৯ রানেই পাঞ্জাবের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। তবে বেয়ারস্টো এবং রুসো দুরন্ত ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। পরে স্যাম কারান ও শশাঙ্ক সিংহ অপরাজিত ৫০ রানের পার্টনারশিপে দলের জয় সুনিশ্চিত করে।


অনুশীলনে ফিরলেন রানা


গত বছর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বকলমে কেকেআরের সহ-অধিনায়কও বটে। চলতি আইপিএল মরশুমে (IPL 2024) একেবারে প্রথম ম্যাচে কেকেআরের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে আর একটি ম্যাচও খেলতে পারেননি নীতীশ রানা (Nitish Rana)। তবে অবশেষে ইতিবাচক খবর মিলল।


মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই অনুশীলনে নেমে পড়লেন নীতীশ। শুক্রবার ৩ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নিজেদের পরের ম্যাচে খেলতে নামবে কেকেআর। ম্যাচের জন্য মায়ানগরীর উদ্দেশে ইতিমধ্যেই উড়ে গিয়েছে গোটা কেকেআর দল। আজ অনুশীলনেও নেমে পড়েছে নাইট শিবির। নাইট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে অনুশীলনে ফিরেছেন নীতীশ রানা। তারকা ক্রিকেটারের ওয়াংখেড়েতে ব্যাটিংয়ের একটি ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। 


রিঙ্কুকে আগলালেন শাহরুখ


রিঙ্কুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তারপর থেকেই সমালোচনার ঝড়। ইরফান পাঠান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কোন যুক্তিতে দলে চারজন স্পিনার রেখে রিঙ্কুকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে, জোরালভাবে সেই প্রশ্নও তোলা হচ্ছে। বিশেষ করে দলে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা থাকা সত্ত্বেও অক্ষর পটেলকে কেন রাখা হল, কী কারণে সেই জায়গায় রাখা হল না রিঙ্কুকে, তা নিয়ে তোলপাড় চলছে।


আর এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারকে আগলে রাখার দায়িত্ব নিয়েছেন আর কেউ নন, স্বয়ং কিংগ খান। কেকেআর মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) রিঙ্কুকে মানসিকভাবে তরতাজা রাখার চেষ্টা করছেন। আইপিএল চলছে পুরোদমে। প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে কেকেআর। যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হল, সেদিনই কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উড়ে গেলেন মুম্বইয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে।


তবে দলের সঙ্গে একই বিমানে যাননি রিঙ্কু। মঙ্গলবার দুপুরের ফ্লাইটে মুম্বই রওনা হন শ্রেয়স আইয়ারসুনীল নারাইনরা। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন শাহরুখ। তিনি মঙ্গলবার সন্ধ্যার বিমানে কলকাতা থেকে মুম্বই রওনা দেন।


কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শাহরুখের কথাতেই তাঁর সঙ্গে রিঙ্কুর বিমানের টিকিট কাটা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে নিজেকে না দেখে রিঙ্কু যে হতাশ হবেন, ভালই জানেন শাহরুখ। তবে আইপিএলের মাঝপর্বে তিনি যেন হতোদ্যম না হয়ে পড়েন, সে ব্যাপারে উদ্যোগী হলেন স্বয়ং বাজিগর। সেই কারণেই রিঙ্কুকে আগলে রেখেছেন টিম মালিক। 


কেকেআর ফাস্ট বোলারের শাস্তি


আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন তিনি। বল হাতে সাফল্য পেয়েছিলেন। শেষ ওভারে মাত্র ১৩ রানের পুঁজি নিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন। পাশাপাশি ময়ঙ্ক অগ্রবালকে আউট করে চুম্বন ছুড়ে দিয়েছিলেন। হেনরিখ ক্লাসেনের সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন।


কেকেআরের সেই পেসার হর্ষিত রানার (Harshit Rana) বড়সড় শাস্তি হল এবার। আচরণবিধি ভাঙায় ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হল। পাশাপাশি তাঁর ওপর নেমে এল নির্বাসনের খাঁড়া। এক ম্যাচ নির্বাসিত হলেন কেকেআর তারকা। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে হর্ষিতকে পাবে না কলকাতা নাইট রাইডার্স


ঘটনাটি ঘটেছে সোমবার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে। এই ম্যাচেই দিল্লির উইকেটকিপার, ব্যাটার অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে 'সেন্ড অফ' দেন হর্ষিত রানা। তাতেই শুরু সমস্যার। তিনি অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মতো আঙুল দেখাতে থাকেন। ঠিক যেভাবে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ক্লাসেনকে আউট করে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। বচসায় জড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকার সঙ্গে। সোমবার অভিষেককে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়ারও চেষ্টা করেন হর্ষিত। তবে শেষ পর্যন্ত সেই কাজ থেকে বিরত থাকেন। যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। আইপিএলের আচরণবিধি ভাঙার অভিযোগে কাঠগড়ায় হর্ষিত। আর তাতেই কড়া শাস্তির মুখে পড়ে গিয়েছেন তিনি।


কেমন আছেন ময়ঙ্ক?


সপ্তদশ আইপিএলের (IPL 2024) শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বলের গতিতে নাস্তানাবুদ করে দিয়েছিলেন ব্যাটারদের। চলতি আইপিএলের দ্রুততম বলটিও করেছিলেন তিনিই। 


তবে চোট পেয়ে ময়ঙ্ক যাদব (Mayank Yadav) মাঠের বাইরে চলে যান। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পর লখনউ সুপার জায়ান্টস (LSG) দল থেকে জানানো হয়েছিল যে, সম্পূর্ণ ফিট ডানহাতি ফাস্টবোলার। পাঁচ ম্যাচ বাইরে থাকার পর মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ময়ঙ্ক। কিন্তু তিনি নিজের চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। চতুর্থ ওভারের একটি বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে।


মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার ময়ঙ্ককে নিয়ে বড় আপডেট দিয়েছেন। বলেছেন, 'মনে হয়, আগে যেখানে চোট পেয়েছিল সেখানেই আবার আঘাত পেয়েছে। সেই জায়গাই আবার ফুলে গিয়েছে। তবে ওর রিহ্যাবে কোনও সমস্যা হয়নি। গত সপ্তাহে কোনও রকম ব্যথা ছাড়াই বল করেছে। আজও শুরু থেকে দেখে ওকে ভাল লাগছিল। আপাতত ওর স্ক্যান করা হবে। তার পরেই বুঝতে পারব ওর কী হয়েছে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার আগে রাতে ঘুমোতে পারছিলেন না, ফাঁস ধোনির সতীর্থের