Google Down: বিশ্ব জুড়ে একাধিক দেশে ব্যাহত গুগল পরিষেবা। গুগলের বেশ কিছু অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। অ্যাপ ব্যবহার করতে গেলে ৫০২ এরর দেখাচ্ছে। বুধবার রাত নাগাদ এই সমস্যা সম্মুখীন হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজাররা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশগুলি থেকেও জানানো হয়েছে অভিযোগ। আন্তর্জাতিক সময় রাত আটটা বেজে ২০ মিনিট নাগাদ গুগল নিয়ে অভিযোগ আসতে থাকে। ডাউনডিটেক্টর যে কোনও অ্যাপের পরিষেবা ব্যাহত হচ্ছে কি না সেই নিয়ে রিপোর্ট দেয়। ডাউনডিটেক্টরেই অভিযোগ জানান ইউজাররা। 


কলকাতাতেও দেখা গিয়েছে সমস্য়া 


সারা বিশ্ব থেকে মোট ১৪০০ ইউজার গুগলের পরিষেবা নিয়ে ওই সময় অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩০০টি অভিযোগ জমা পড়েছে। ব্রিটেন থেকেও অভিযোগের সংখ্যা অনেকটা তেমন। ভারতের অনেকে এই সমস্যার সম্মুখীন হয়েছে। মূল মেট্রো শহরগুলিতে দেখা গিয়েছে সমস্যা। তালিকায় রয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু ও দিল্লি। তবে বিশ্বের অন্য়ান্য প্রান্তের তুলনায় অভিযোগের সংখ্যা অনেকটাই কম। ভারত থেকে মাত্র ৭৮টি অভিযোগ জমা পড়েছে। ৫০২ এরর দেখাচ্ছে বলেই অভিযোগ করেন বেশিরভাগ ব্যবহারকারীরা। 


গুগলের কোন কোন পরিষেবা নিয়ে অভিযোগ ?


গুগলের একাধিক পরিষেবা নিয়ে সমস্যা দেখা গিয়েছে বলে অভিযোগ। এই তালিকায় রয়েছে গুগল সার্চ, গুগলের বিভিন্ন ওয়েবসাইট ও গুগল ড্রাইভ অ্যাপটি। মোট অভিযোগের মধ্যে ৬৩ শতাংশ অভিযোগ ছিল গুগলের সার্চ ইঞ্জিন নিয়ে। ৩০ শতাংশের বেশি অভিযোগ জমা পড়েছে গুগলের বিভিন্ন ওয়েবসাইট নিয়ে। এর বাইরে গুগল ড্রাইভ অ্যাপটি নিয়ে ৭ শতাংশ অভিযোগ জমা পড়েছে।


গুগলের ৫০২ এরর 


গুগলের পরিষেবা ব্যাহত থাকাকালিন ৫০২ এরর কোড দেখিয়েছিল ইউজারদের। এই কোডটি মূলত ব্যবহার করা হয় দুটি ওয়েবের মধ্যে সংযোগস্থাপনে সমস্যা হলে তখন। এক্ষেত্রেও গুগল সার্চে বেশিরভাগ সমস্যা হওয়ায় ৫০২ এরর কোড দেখায়। একই সঙ্গে বলা হয়,৩০ সেকেন্ড পর ফের চেষ্টা করতে। এখনও পর্যন্ত গুগল এই বিষয় নিয়ে কোনও বিবৃতি দেয়নি। মনে করা হচ্ছে, সমস্য়াটি খুব বেশিজনের হয়নি বলেই চুপচাপ রয়েছে সংস্থা।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -Environmental Pollution: ‘নিজেদের ঠাণ্ডা রাখতে পৃথিবীকে করছি উষ্ণ, প্রকৃতিমাতার উপর নৃশংস অত্যাচার করছি’