লাহৌর: ভারতের আপত্তির জের, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে অবস্থান বদলের ইঙ্গিত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য কোনও দেশকে এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির আয় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। পূর্ণ সদস্য দেশগুলির খুব একটা সমস্যা হবে না, কিন্তু অ্যাসোসিয়েট দেশগুলির সমস্যা হবে।’


বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারতীয় দল খেলতে যাবে না। সেক্ষেত্রে ভারতকে বাদ দিয়েই যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতা আয়োজন করে, তাহলে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা। ফলে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতিতে পিসিবি অবস্থান বদল করায় ভারতের খেলার সম্ভাবনা উজ্জ্বল। এশিয়া কাপ আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা নিয়ে মার্চে বৈঠকে বসবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই বৈঠকেই পাকিস্তানের বদলে অন্য কোনও দেশে এই প্রতিযোগিতা আয়োজন করার বিষয়টি স্থির হতে পারে।