লাহৌর: পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সহ সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না। আজ এমনই জানিয়ে দিল পিসিবি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিয়োগ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে পিসিবি এবার চারটি পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেবে।’


পিসিবি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চেয়ারম্যান এহসান মানি, ক্রিকেট কমিটির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান, তিন প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম, মিসবা উল হক, উরুজ মমতাজ এবং অ্যাকাডেমির ডিরেক্টর মুদসসর নজরের সঙ্গে আলোচনা করেই প্রধান কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘পিসিবি-র ক্রিকেট কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এবার নতুন পরিকল্পনা ও নেতা দরকার। তাদের কড়া সুপারিশ আমি মেনে নিয়েছি। পিসিবি-র পক্ষ থেকে আমি মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, গ্র্যান্ট লাডেন ও আজহার মাহমুদকে জাতীয় দলের প্রতি তাঁদের দায়বদ্ধতা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

ছাঁটাইয়ের কথা জানার পর আর্থার বলেছেন, ‘আমি অত্যন্ত হতাশ ও আহত হয়েছি। আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য সবরকম চেষ্টা করেছি।’