করাচি: চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় বিসিসিআই-এর কাছ থেকে যে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল পিসিবি, সেটা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলে জানিয়ে দিলেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান। তিনি বলেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত-পাকিস্তানের যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি হয়েছিল, তাতে শর্ত হিসেবে সরকারের অনুমতি পাওয়ার কথা বলা হয়েছিল। ফলে সিরিজ না খেলার জন্য বিসিসিআই-কে দোষ দেওয়া যাবে না। কারণ, ভারত সরকারের অনুমতি পাওয়া যায়নি। তাই পিসিবি-র ক্ষতিপূরণ পাওয়ার দাবি দুর্বল।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, শাহরিয়র পিসিবি চেয়ারম্যান থাকার সময়ই বিসিসিআই-এর কাছ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি জানায় পিসিবি। স্বভাবতই শাহরিয়রের এই মন্তব্যে অস্বস্তিতে পড়ে গিয়েছে পিসিবি। এরপরেই মন্তব্য প্রত্যাহারের জন্য প্রাক্তন চেয়ারম্যানের উপর চাপ সৃষ্টি করা শুরু হয়ে যায়। পিসিবি-র বর্তমান চেয়ারম্যান নজম শেঠিও ট্যুইট করে শাহরিয়রের কাছ থেকে মন্তব্যের ব্যাখ্যা চান। চাপের মুখে শাহরিয়র দাবি করেছেন, তিনি এই ধরনের কোনও মন্তব্য করেননি। যদিও সংবাদমাধ্যমে প্রচারিত হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, শাহরিয়র বলছেন, পিসিবি-র ক্ষতিপূরণ পাওয়ার দাবি দুর্বল। ফলে পিসিবি ও শাহরিয়রের বিড়ম্বনা বেড়েছে।
চুক্তির শর্তই বাধা, বিসিসিআই-এর কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, মানছেন খোদ প্রাক্তন পিসিবি চেয়ারম্যান
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2017 05:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -