করাচি: দেশের বাইরে থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া যাবে না, মহম্মদ আমির সহ তাঁরই মতো আরও একাধিক পাক ক্রিকেটারকে এই বার্তাই দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলে সুযোগ পেতে হলে এবার থেকে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। দ্বিতীয় শ্রেণির ক্রিকেট, প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় পারফর্ম করেই জাতীয় দলে ঢোকার সুযোগ পাওয়া যাবে। দেশের বাইরে পেশাদার ক্রিকেট খেলে জাতীয় দলেও খেলা যাবে, এই শিথিল অবস্থান থেকে এবার কড়া পদক্ষেপ পাকিস্তানের। দেশের আন্তর্জাতিক ক্রিকেটের মানোন্নয়নের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের মত।


প্রসঙ্গত, গত শুক্রবারই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন পাক স্পিডস্টার মহম্মদ আমির। মাত্র ৩৬ টেস্ট খেলা এই তারকার এমন আকস্মিক সিদ্ধান্তে বিস্মিত ‘সুইং সুলতান’ ওয়াসিম আক্রাম এবং রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত পাক পেসার শোয়েব আখতার। আমিরের সিদ্ধান্তের সমালোচনা হয়েছে পাক ক্রিকেট মহলেও। এরপর কোনও তারকা যেন আমিরের পথ অনুসরণ করার সাহস না দেখায়, সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মত একাংশের।


অবসর ঘোষণা করার পর ইংল্যান্ডে পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে আমিরের। তাঁর স্ত্রীও ব্রিটিশ নাগরিক। তবে দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি খেলবেন আমির। যদিও দলে সুযোগ পেতে হলে এবার দেশে থেকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তাঁকে।


ইতিমধ্যেই ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছে পাক ক্রিকেট বোর্ড। ৬টি প্রদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেবেন তাঁরা। এছাড়াও ১৬টি আঞ্চলিক দল দ্বিতীয় শ্রেণির (তিন দিনের) ক্রিকেট খেলবে। যদিও পাক বোর্ড তাদের ক্রিকেটারদেরকে বিদেশী পেশাদার টি-টোয়েন্টি লিগ খেলার স্বাধীনতা দিয়েছে। সেই সিদ্ধান্তে এখনও