বিসিসিআই-এর কাছ থেকে ৪৪৭ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল পিসিবি
Web Desk, ABP Ananda | 07 May 2017 02:40 PM (IST)
নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তিভঙ্গ করায় বিসিসিআই-এর কাছ থেকে ৪৪৭ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল পিসিবি। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে দু দেশের মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত একটিও সিরিজ হয়নি। দু দেশের কূটনৈতিক সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে, তাতে অদূর ভবিষ্যতেও সিরিজের সম্ভাবনা নেই। ফলে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি পিসিবি-র। সেই কারণেই বিসিসিআই-এর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে পাক ক্রিকেট বোর্ড। বুধবার বিসিসিআই-কে নোটিস দিয়েছে পিসিবি। সেই নোটিসে বলা হয়েছে, ২০১৪ সালের নভেম্বর এবং ২০১৫ সালের ডিসেম্বরে ভারত-পাক সিরিজ না হওয়ায় পিসিবি-র ৬৯,৫৭৬,৪০৫ মার্কিন ডলার ক্ষতি হয়েছে। বিসিসিআই-কে সাত দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। ২০১৪ সালে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছিল বিসিসিআই ও পিসিবি। কিন্তু সরকারি নির্দেশ না মেলায়, পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে পারেনি ভারতীয় দল। চুক্তিভঙ্গের কারণেই বিসিসিআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।