রাওয়ালপিন্ডি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন তারকা শোয়েব আখতার। তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে বলেছেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ এত পরিণত কারণ একজন পরিণত কোচ আছেন। ভারতের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে অনূর্ধ্ব-১৯ দলের কোচ করা হয়েছে। একজন বড় তারকাকে পেতে হলে তাঁকে মোটা অঙ্কের অর্থও দিতে হয়। ইউনিস খান যখন পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করে, তখন পিসিবি ওর সঙ্গে বেতন নিয়ে দর কষাকষি শুরু করে। তারকাদের সঙ্গে এই ধরনের আচরণ করা হয়?’

শোয়েব আরও বলেছেন, ‘আমি আছি, মহম্মদ ইউসুফ আছে, ইউনিস খান আছে। আমাদের বললেই দলকে সাহায্য করব। আমরা অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্বে থাকলে কি এরকম পারফরম্যান্স হত? বড় কাজের জন্য বড় তারকা দরকার। আমি কাজের জন্য আর্জি জানাচ্ছি না। আমার খুব খারাপ লাগছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে সিনিয়র দলের মতো লাগছে। কারণ, পাঁচ বছর ধরে কোচের পদে আছে রাহুল দ্রাবিড়। বিসিসিআই-এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত পিসিবি-র। ১৫ বছরের জন্য পরিকল্পনা করেছে বিসিসিআই। অর্থও বিনিয়োগ করা হয়েছে। জগমোহন ডালমিয়া, এন শ্রীনিবাসন ক্রিকেটে বিনিয়োগ এনেছেন। তাছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে মানি সাহেব আছেন। তিনি কে জানি না। ইংল্যান্ডের ক্রিকেট চালাচ্ছে অ্যান্ড্রু স্ট্রস। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দেখভাল করছে গ্রেম স্মিথ। আর এখানে পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটাররা ইউটিউব চ্যানেল চালাচ্ছে। আমি মজা করার জন্য এটা করি। কিন্তু আমার এটা করার দরকার নেই। আমি অত্যন্ত ব্যথিত। আমাদের দল অপরিণত। ফিল্ডিং ভাল নয়, টেকনিকে গলদ আছে, বোলাররাও দুর্বল।’