বিসিসিআই-এর কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে পিসিবি
Web Desk, ABP Ananda | 30 Sep 2017 06:54 PM (IST)
করাচি: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করায় ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআই-এর কাছ থেকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করতে চলেছে পিসিবি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই আইসিসি-র বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে ক্ষতিপূরণের দাবি পেশ করতে চলেছে পাক ক্রিকেট বোর্ড। এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান নজম শেঠি বলেছেন, ‘আমাদের সঙ্গে ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ২০১৪ সালে চুক্তি করেছিল বিসিসিআই। আমাদের ঘরের মাঠে প্রথম সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ এখনও হয়নি। দ্বিতীয়ত, ২০০৮ থেকে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বিসিসিআই। অথচ আইসিসি প্রতিযোগিতায় আমাদের বিরুদ্ধে খেলতে ওদের কোনও সমস্যা নেই। বিসিসিআই-এর দাবি, আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য সরকারের অনুমতি মেলেনি। আমরা দু’পক্ষের সম্মতিতে নিরপেক্ষ কেন্দ্রে আমাদের হোম সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলাম। ২০১৬ সালে শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু বিসিসিআই রাজি হয়নি। তাই আমরা ক্ষতিপূরণের দাবি পেশ করতে চলেছি।’