নাগপুর: সংক্ষিপ্ত ওভারের ম্যাচে ভারতীয় দলে নিয়মিত জায়গা পেতে গেলে সিনিয়র বোলার হিসেবে ডেথ ওভারে আরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে বলে মনে করছেন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের আগে তিনি বলেছেন, ‘বেঙ্গালুরুতে অপ্রত্যাশিত হারের পরেও দলের মনোবল ভাল জায়গাতেই আছে। আমার মনে হয়, বেঙ্গালুরুর ম্যাচে আমরা ১৫-২০ রান বেশি দিয়েছি। (মহম্মদ) শামি আর আমি অনেকদিন পরে খেললাম। তবে আমরা দু’জনেই সিনিয়র বোলার। দল আমাদের কাছ থেকে যেটা চায়, সেটাই আমাদের করতে হবে। ডেথ ওভারে আমাদের আরও দায়িত্ব নিতে হবে।’

উমেশ আরও বলেছেন, ‘আমি একদিনের ম্যাচের বদলে টেস্ট খেলতে বেশি পছন্দ করি। টেস্টে পরিকল্পনা কার্যকর করার জন্য বেশি সময় পাওয়া যায়। পাঁচ দিন ভিন্ন পরিবেশ-পরিস্থিতি থাকে। আমি এই চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এর ফলে বোলার হিসেবে নিখুঁত ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ পাওয়া যায়। তাই টেস্ট খেলার সুযোগ পেয়ে আমি খুশি। একদিনের ম্যাচে পরিকল্পনা কার্যকর করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় না। তবে কেরিয়ারের এই সময়ে এসে আমার পক্ষে কোনও একটা ফর্ম্যাট বেছে নেওয়া সম্ভব নয়। সুযোগ পেলে যে কোনও ফর্ম্যাটে খেলতে হবে আমাকে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল উমেশকে। প্রায় এক মাস পরে বৃহস্পতিবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টিম ম্যানেজমেন্ট যেভাবে পেসারদের বিশ্রাম দেওয়ার নীতি নিয়েছে, তাতে খুশি উমেশ। তাঁর মতে, এর ফলে পেসাররা চোট-মুক্ত থাকতে পারবেন।