করাচি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে রওনা হয়ে গেল পাকিস্তান ক্রিকেট দল৷ সেখানে ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়োন্টি ম্যাচ খেলবে তারা৷ তবে যে দশজন করোনা পজিটিভ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন, তাঁরা কেউই দলের সঙ্গে যাননি৷ ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে গোটা পাকিস্তান দল৷ ১৩ জুলাই ডার্বিশায়ারের ইনকোরা কাউন্টি মাঠে অনুশীলন করবে পাক দল৷ ৩১ জুলাই থেকে শুরু হবে সিরিজ৷










এরই মাঝে সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে দলের ব্রিটেনে পাড়ি দেওয়ার খবরে নিজেদের দেশের নাম ইংরেজিতে ভুল করে Pakistan-এর বদলে 'Pakiatan' লেখে পিসিবি৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় পিসিবি-কে। কেউ লেখেন, ‘পিসিবি কাদের চাকরি দিয়েছে, যারা পাকিস্তান বানান জানে না!’ একজন ট্যুইট করেন, ‘আরে নিজেদের দেশের বানানটা তো ঠিক লেখো। এটা ভেরিফায়েড অ্যাকাউন্ট। একটু লজ্জা তো করো।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য ভুল শুধরে নিলেও ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি৷ একজন লেখেন, ‘নিজেদের দেশের বানান ঠিক করতে এক ঘণ্টা লাগল!’