নয়াদিল্লি: পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিসিসিআই। এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রশ্নটা পিসিবি-র এই প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নয়। ম্যাচের কেন্দ্র নিয়েই আমাদের আপত্তি। ভারতীয় দল কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। সেটা এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতা হলেও না। আমাদের খেলা নিরপেক্ষ কেন্দ্রে দিতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি ভারতকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করে তাহলে অন্য বিষয়। কিন্তু ভারতকে নিয়ে যদি এশিয়া কাপ আয়োজন করতে হয়, তাহলে পাকিস্তানে খেলা দেওয়া চলবে না। ২০১৮ সালের এশিয়া কাপের ক্ষেত্রে নিরপেক্ষ কেন্দ্র বেছে নিয়েছিল বিসিসিআই। এবার সেটাই করতে পারে পিসিবি।’


এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে। কিন্তু বিসিসিআই-এর পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তির জেরে এবারের এশিয়া কাপ কোথায় হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কয়েকদিন আগে পিসিবি-র চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান দাবি করেছিলেন, ভারত যদি এশিয়া খাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তানও ২০২১ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। পরে অবশ্য তিনি সুর বদলে জানান, ভারত এশিয়া কাপ খেলতে না গেলেও টি-২০ বিশ্বকাপ খেলবে পাকিস্তান।