ঢাকা: বাংলাদেশের ভারত সফরে অন্তর্ঘাতের ষড়যন্ত্র চলছে বলে দাবি করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বাংলাদেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার কাছে খবর আছে, ভারত সফরে অন্তর্ঘাতের ষড়যন্ত্র চলছে। আমি যখন এই কথা বলছি, তখন সেটা বিশ্বাস করতে হবে।’


বাংলাদেশের অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান তামিম ইকবালের ভারত সফর থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেছেন, ‘তামিম প্রথমে আমাকে বলেছিল, দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ও শুধু দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না। কিন্তু অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর ও আমাকে জানায়, গোটা সফর থেকেই সরে যাচ্ছে। আমি ওকে এ বিষয়ে প্রশ্ন করি। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকে তামিম। আরও কয়েকজন ক্রিকেটার যদি শেষমুহূর্তে ভারত সফর থেকে সরে দাঁড়ায়, তাহলে আমি অবাক হব না। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। আমি শাকিবের (আল-হাসান) সঙ্গে কথা বলতে চাই। শাকিবও যদি ভারত সফরে যেতে না চায়, তাহলে আমরা কাকে অধিনায়ক করব? সেক্ষেত্রে আমাকে গোটা দলেই বদল আনতে হবে। এই খেলোয়াড়দের নিয়েই বা কী করব সেটা ভাবতে হবে।’

কয়েকদিন আগেই বিদ্রোহ ঘোষণা করা ক্রিকেটারদের আক্রমণ করে বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘আমি রোজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। ওরা না খেলার কথা ঘোষণার আগে আমাকে কিছু জানায়নি। এখন আমার মনে হচ্ছে, ক্রিকেটারদের দাবি মেনে নিয়ে ভুল করেছি। আমার এটা করা উচিত হয়নি।’