ম্যাঞ্চেস্টার: পিঠের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন। সেটা অসহ্য হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করাতে হল ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে (Pep Guardiola)। তবে ম্যাঞ্চেস্টারে নয়, পেপের অস্ত্রোপচার হয়েছে বার্সেলোনায়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক মিরেইয়া ইলুয়েকার কাছে।


ম্যান সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গুয়ার্দিওলার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি দ্রুত সেরে উঠছেন এবং বার্সেলোনাতে পুনর্বাসনে আছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ম্যান সিটির সবাই পেপের দ্রুত আরোগ্য কামনা করছে এবং দ্রুত তাঁকে ক্লাবে ফিরতে দেখার জন্য সকলে মুখিয়ে রয়েছে।’


আন্তর্জাতিক ফুটবলে এখন বিরতি চলছে। তারপরই পেপ ম্যান সিটির ডাগ আউটে ফিরবেন বলে আশা ক্লাবের। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর জাতীয় দলের ম্যাচের জন্য ক্লাব ফুটবলে বিরতি থাকবে। তবে তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দল ম্যাঞ্চেস্টার সিটি। ২৭ অগাস্ট সিটির প্রতিপক্ষ শেফিল্ড এবং ২ সেপ্টেম্বর এরিক হালান্ডরা খেলবেন ফুলহামের বিরুদ্ধে।


গুয়ার্দিওলাকে ফের কবে ম্যান সিটি ডাগ আউটে দেখা যাবে? সূত্রের খবর, হয়তো আগামী ১৬ সেপ্টেম্বর ওয়েস্টহ্যামের বিরুদ্ধে ম্যাচে আবার তাঁকে দেখা যাবে ম্যান সিটির ডাগ আউটে। তবে কোচের না থাকা সিটির জন্য বড় ধাক্কা। এর আগে চোটের কারণে দলের অন্যতম দুই সেরা তারকা ফুটবলার কেভিন দ্য ব্রুইন এবং জন স্টোনসকে হারিয়েছে গত মরশুমের লিগজয়ীরা।


 






পেপ যতদিন না সেরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন, ততদিন ম্যান সিটির অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন কিংবদন্তির সহকারী জুয়ানমা লিলো। চলতি প্রিমিয়ার লিগে ২টি ম্যাচই জিতেছে ম্যান সিটি। ৬ পয়েন্ট পেলেও আপাতত পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ২টি ম্য়াচ জিতে সমসংখ্যক পয়েন্ট ব্রাইটনের। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় তারাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।


আরও পড়ুন: হোয়াইটওয়াশের হাতছানি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কি সুযোগ পাবেন শাহবাজরা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial