মুম্বই: বল-বিকৃতির ঘটনার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আচরণ সংশোধন করার বিষয়ে যিনি পরামর্শ দিয়েছিলেন, সেই অধ্যাপক সাইমন লংস্টাফের মতামত নিয়ে পথ চলতে চাইছে বিসিসিআই। সাইমনের একটি বক্তৃতা শুনতে গিয়েছিলেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্যরা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট অপারেশনস হেড রাহুল দ্রাবিড়। তাঁরা সাইমনের কথা শুনে উৎসাহিত হয়ে উঠেছেন।
এ বিষয়ে বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘সাইমন যে কথা বলেছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হল, ইনসেন্টিভের ক্ষেত্রে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স একটিমাত্র শর্ত। আর্থিক পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রিকেটারদের চরিত্র এবং মাঠে ও মাঠের বাইরে আচরণও বিচার করা উচিত।’
অপর এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার কালচারাল রিভিউ রিপোর্ট নিয়ে অনেক কথা বলেছেন সাইমন। তিনি অনেক প্রশ্নেরও জবাব দেন। বক্তব্য শেষ হওয়ার পর একজন প্রশ্ন করেন, শুধু স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নারকে নির্বাসিত করা হয়? যদি তাঁরা বল-বিকৃতি করে থাকেন, তাহলে বোলাররাও অন্যায় করেছেন। কিন্তু তাঁদের কোনও সাজা হল না। জবাবে সাইমন বলেন, শুধু তিনি নন, আরও অনেকে মিলে রিপোর্ট তৈরি করেছেন।’
বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবি ঠোগড়ে জানিয়েছেন, ‘প্রতিটি খেলাতেই ওঠা-পড়া থাকে। সাইমনের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি ভারতীয় ক্রিকেটের বিষয়ে কিছু বলেননি, সাধারণভাবে মতপ্রকাশ করেছেন। ভারতীয় ক্রিকেটে নীতি নিয়ে কোনও সমস্যা নেই। গড়াপেটার ঘটনা প্রকাশ্যে আসার আগে পর্যন্ত ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ছিল। তাই এখন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইনসেন্টিভের ক্ষেত্রে পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের আচরণও বিচার করা হোক, মত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শদাতার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2019 05:23 PM (IST)
সাইমনের একটি বক্তৃতা শুনতে গিয়েছিলেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্যরা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট অপারেশনস হেড রাহুল দ্রাবিড়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -