পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং সমস্যা তাদের প্রতিপক্ষের তুলনায় অনেকটাই বেশি। ভারতের ব্যাটিং অস্ট্রেলিয়ার তুলনায় বেশি দুর্বল। এমনটাই মনে করছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।
মঙ্গলবারই, পারথ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৪৬ রানে পরাস্ত হয় কোহলি-ব্রিগেড। এরপরই, ঘুরিয়ে ভারতীয় ব্যাটিংয়ের সমালোচনা করেন পন্টিং। বলেন, আমার মনে হয়, ব্যাটিং বিভাগে ভারতের অনেক ভঙ্গুরতা রয়েছে। যেটা পারথ টেস্টে প্রমাণিত হয়েছে। আর সেই দুর্বলতার জন্যই ভারত এই সিরিজ জিততে পারবে না।
এক অস্ট্রেলীয় পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে পন্টিং বলেন, প্রথমে পৃথ্বী শ-এর চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। এরপর পারথ টেস্টের আগে চোটের কারণে বাদ পড়েন রোহিত শর্মা ও রবিচন্দ্রণ অশ্বিন। যার ফলে, ব্যাটিংয়ে ভারসাম্য আনতে ময়াঙ্ক অগ্রবাল ও হার্দিক পাণ্ড্যকে ডাকা হয়। এমনকী, মিডল অর্ডারকে আরও মজবুত করতে আরও একজন অল-রাউন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়।
তবে পন্টিংয়ের মতে, ভারতের নতুন ব্যাটিং কম্বিনেশন এখনও অনেকটাই অগোছালো অবস্থায় রয়েছে। অনেকটাই অনিশ্চয়তা রয়েছে ব্যাটিংয়ে। যার ফায়দা তুলতে হবে অজিদের। পারথ টেস্টে জয়ের পর যে গতি মিলেছে, সেই ধারা অব্যাহত রাখতে হবে মেলবোর্নেও। তবে, সতর্কের বার্তাও শুনিয়েছেন তিনি। পন্টিংয়ের দাবি, পরের দুটি টেস্ট যেখানে হবে, সেই মেলবোর্ন ও সিডনির মাঠ ও পরিবেশ ভারতর দিকে বেশি অনুকূল। সেটা মাথায় রাখতে হবে অজিদের।
ভারতের ব্যাটিং অস্ট্রেলিয়ার চেয়ে দুর্বল, মনে করছেন পন্টিং
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2018 04:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -