অস্ট্রেলিয়ার ২১-তম ক্রিকেটার হিসেবে টেস্টে হিট উইকেট হলেন হ্যান্ডসকম্ব। শেষবার এভাবে আউট হয়েছিলেন শেন ওয়ার্ন। ২০০৫ সালের অ্যাশেজে বার্মিংহ্যাম টেস্টে হিট উইকেট হন এই কিংবদন্তী স্পিনার। হ্যান্ডসকম্ব দুর্ভাগ্যজনকভাবে আউট হলেও, অসাধারণ ইনিংসের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন দর্শকরা। দেখুন, অদ্ভুত ভঙ্গিতে আউট হলেন পিটার হ্যান্ডসকম্ব
Web Desk, ABP Ananda | 04 Jan 2017 03:42 PM (IST)
সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন অদ্ভুত ভঙ্গিতে আউট হলেন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব। ওয়াহাব রিয়াজের বলে লেট কাট করতে গিয়ে হিট উইকেট হলেন হ্যান্ডসকম্ব। তিনি অনেকটা ব্যাকফুটে চলে গিয়ে কাট করার চেষ্টা করেন। কিন্তু তাঁর ব্যাটে লেগে লেগ স্ট্যাম্পের বেল পড়ে যায়।