জোহানেসবার্গ: ফোন ব্যবহার ঘিরে জেলের মধ্যেই অন্য কয়েদির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে আঘাত পেলেন বান্ধবী খুনে সাজাপ্রাপ্ত প্রাক্তন প্যারালিম্পিক চ্যাম্পিয়ন অস্কার পিস্টোরিয়াস।


বান্ধবী রীভা স্টীনক্যাম্পের হত্যায় ১৩ বছরের সাজা খাটছেন ‘ব্লেড রানার’ নামে খ্যাত অস্কার। খবরে প্রকাশ, গত ৬ ডিসেম্বর জেলের মধ্যে রাখা ফোন করা নিয়ে অন্য এক কয়েদির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি।


জেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাতাহাতির ফলে পিস্টোরিয়াস আহত হয়েছেন। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন। এই ঘটনার পর দুজনকেই পৃথক জায়গায় রাখার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


২০১৬ সালের নভেম্বর মাসে পিস্টোরিয়াসকে রাজধানী প্রিটোরিয়ার উত্তরে অবস্থিত এই অ্যাট্রিজভিল সংশোধনাগারে নিয়ে আসা হয়। কারণ, এই জেলে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।


গতমাসে পিস্তোরিয়াসের সাজার মেয়াদ ৬ বছর থেকে দ্বিগুণ করে ১৩ বছর করে সেদেশের সুপ্রিম কোর্ট।