জোহানেসবার্গ: খারাপ পিচের কারণ দেখিয়ে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বন্ধ করে দিলেও, ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ওয়ান্ডারার্সের পিচকে মোটেই বিপজ্জনক বলে মানতে রাজি নন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এই উইকেটে ব্যাট করা কঠিন। দু’দলের জন্যই উইকেট সমান ছিল। (মুরলী) বিজয় ২৫ রান করেছে। আমাদের ওপেনাররা ভাল খেলেছে। যখন আমি আর ভুবি (ভুবনেশ্বর কুমার) ব্যাট করছিলাম, তখন আমরা উইকেট নিয়ে ভাবছিলাম না। তার বদলে বলের দিকে নজর দিচ্ছিলাম।’
উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের অভিযোগ উড়িয়ে দিয়ে রাহানে বলেছেন, ‘আমাদের বোলাররা যখন ব্যাট করছিল, তখন ওদের উদ্দেশে শর্ট বোলিং করা হচ্ছিল। যখন ইশান্ত (শর্মা), ভুবি, (মহম্মদ) শামি ও (জসপ্রীত) বুমরাহ ব্যাটিং করছিল, তখন সবাই বাউন্সার বল করছিল।’
রাহানে আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে যখন হাশিম আমলা ৬০ রান করেছিল, তখন কেউ পিচের কথা বলেনি। সবাই ওর ব্যাটিংয়ের কথা বলছিল। আশা করি (ডিন) এলগার ভাল আছে। কিন্তু আমার মনে হয় না পিচ খুব বিপজ্জনক। আমি জানি না আইসিসি কী করবে। তবে আমাদের দল খেলার দিকেই মন দিচ্ছে।’
ভারতীয় দলের ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম বলেছেন, ‘আমরা এই উইকেট তৈরি করতে বলিনি। ওরা এই পিচ তৈরি করেছে। আমরা এই পিচে খেলতে চাই। বাকিটা আম্পায়ার ও ম্যাচ রেফারির উপর।’
পিচ কঠিন হলেও বিপজ্জনক নয়, দু’দলের জন্যই সমান, বলছেন রাহানে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jan 2018 11:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -