বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে অভিনব ঘটনা৷ টেস্টের আগের দিন পিচ পুজো করলেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা৷ শেষ রঞ্জি ম্যাচে এই পিচেই খেলা শেষ হয়েছে আড়াই দিনে। সেই পুনরাবৃত্তি যাতে না হয়, তারই জন্য কি পুজো? প্রশ্ন ক্রিকেটমহলে৷
পিচের উপর নজরদারি যে কোনও টেস্ট ম্যাচ শুরুর আগের দিনের পরিচিত ছবি৷ অনুশীলনের আগে ম্যাচের ২২ গজ দুই দলের কোচ-ক্রিকেটাররা যেভাবে পরীক্ষা করেন, যেন মনে হয় রোগীর নাড়ি পরীক্ষা করছেন চিকিৎসক৷ এমনিতেই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ধুঁকছে, তার উপর যদি পিচও যদি সমস্যা তৈরিতে দোসর হয়, তবে তো কপালে ভাঁজ পড়বেই! বিশাখাপত্তনমে তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগে পিচ পরিদর্শন নয়, একেবারে পিচ পুজো!
টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগে কুম্বলে-কোহলিদের পিচ দর্শনের আগেই পিচ-পুজো দিলেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েসনের কর্তারা৷ পিচ পুজো নিয়ে সমালোচনা যাতে না হয়, তাই কর্তাদের সাফাই, পিচ নয়, আগামী ৫ দিন যাতে বৃষ্টি না হয়, তাই পুজোর আয়োজন৷ কিন্তু আগামী ৫ দিন তো কোনও বৃষ্টির পূর্বাভাসই নেই আবহাওয়া দফতরের!
সূত্রের খবর, পিচ নিয়ে রীতিমত চিন্তা রয়েছে আয়োজকদের৷ গত মাসেই রাজস্থান বনাম অসম রঞ্জি ম্যাচ শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে৷ শেষ ৪ ঘন্টায় ১৭টি উইকেট পড়েছিল। সেই কারণেই চিন্তায় আয়োজকরা। পিচ কিউরেটর যদিও আশ্বাস দিয়েছেন, দ্বিতীয় দিনের লাঞ্চের পর থেকেই বল বনবন করে ঘুরবে বিশাখাপত্তনমের বাইশ গজে৷ কিন্তু টেস্ট কি ৫ দিন গড়ানো সম্ভব? দুশ্চিন্তায় কর্তারা৷
দ্বিতীয় টেস্টের আগে বিশাখাপত্তনমে পিচ-পুজো
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2016 07:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -