ছোট করার আগে আমাদের সঙ্গে আরও টেস্ট খেলা উচিত, দাবি মুশফিকুরের
Web Desk, ABP Ananda | 08 Feb 2017 05:43 PM (IST)
হায়দরাবাদ: টেস্টে খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনার পাল্টা জবাব দিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর দাবি, বাংলাদেশের সমালোচনা করার আগে তাদের সঙ্গে আরও বেশি সংখ্যক টেস্ট খেলা উচিত সব দলের। ২০০০ সালে টেস্ট অভিষেক হলেও, এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে এসেছে বাংলাদেশ। কাল থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে সেই টেস্ট। তার আগে মুশফিকুর বলেছেন, ‘আমি ১১ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি। কিন্তু কোনওদিন বেশি টেস্ট খেলার সুযোগ পাইনি। টেস্টে অভিষেকের দু বছর পর প্রথম দেশের বাইরে খেলতে যাওয়ার সুযোগ পেয়েছি আমরা। এটা মেনে নেওয়া যায় না। আমাদের সুযোগ না দিয়ে খারাপ বলে যাওয়া ঠিক নয়।’ এ বছর ১০টি টেস্ট খেলবে বাংলাদেশ। বেশিরভাগই বিদেশের মাটিতে। এতে খুশি মুশফিকুর। তাঁর আশা, এই সুযোগ কাজে লাগাতে পারলে তাঁরা বিদেশে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবেন। যত টেস্ট খেলবেন, ততই উন্নতি করবেন। বাংলাদেশের কোচ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চন্দ্রিকা হাথুরাসিংঘে মুশফিকুরের সঙ্গে একমত। তাঁর বক্তব্য, তাঁরা যত টেস্ট খেলবেন, ততই ভাল পারফরম্যান্স দেখাবেন।