আইপিএল নিলামে উঠছেন বাংলার ৯-সহ ৩৩২ ক্রিকেটার, আকর্ষণের কেন্দ্রে স্টেইন-মর্গ্যান-লিন-ম্যাক্সওয়েল
Web Desk, ABP Ananda | 13 Dec 2019 03:15 PM (IST)
নিলামে ভারতের মোট ১৮৩জন ক্রিকেটার উঠবেন। থাকবেন ১৪৩জন বিদেশি ক্রিকেটার এবং ৩জন আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশের ক্রিকেটার।
কলকাতা: ত্রয়োদশ আইপিএলের নিলামে উঠবেন ৩৩২জন ক্রিকেটার। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল। তালিকায় রয়েছেন বাংলার ৯ ক্রিকেটার। নিলামের জন্য প্রাথমিকভাবে নাম নথিভুক্ত করেছিলেন ৯৯৭জন ক্রিকেটার। আট ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারের নামের তালিকা জমা দেওয়ার পর সেখান থেকে ৩৩২জনকে বেছে নেওয়া হয়েছে। সাতজন বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। এঁরা হলেন প্যাট কামিন্স, জস হ্যাজলউড, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেল স্টেইন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এঁদের প্রত্যেকের জন্যই নিলামে দর হাঁকা শুরু হবে ২ কোটি টাকা থেকে। তালিকায় থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ন্যূনতম মূল্য রবিন উথাপ্পার। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। এছাড়া ইউসুফ পাঠান, জয়দেব উনাদকট ও পীযূষ চাওলার বেস প্রাইস এক কোটি টাকা। নিলামে ভারতের মোট ১৮৩জন ক্রিকেটার উঠবেন। থাকবেন ১৪৩জন বিদেশি ক্রিকেটার এবং ৩জন আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশের ক্রিকেটার। নিলামের তালিকায় বাংলার ৯ ক্রিকেটার জায়গা পেয়েছেন। এঁরা হলেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, ঈশান পোড়েল, শাহবাজ আমেদ, অগ্নিভ পান, প্রয়াস রায়বর্মন, আকাশ দীপ, সায়ন ঘোষ ও বিবেক সিংহ। আকর্ষণের কেন্দ্রে থাকবেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার স্টেইন, অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডার ম্যাক্সওয়েল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসময় বিস্ফোরক ব্যাটিং করা ক্রিস লিন এবং ইংল্যান্ডের অইন মর্গ্যান। পাশাপাশি আগ্রহ থাকবে ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার চেতেশ্বর পূজারা কোনও দল পান কি না তা নিয়েও। ১৯ ডিসেম্বর কলকাতায় নিলাম শুরু দুপুর সাড়ে তিনটেয়।