নয়াদিল্লি: কম্পিউটারে গেম খেলার বদলে তরুণ প্রজন্মকে মাঠে গিয়ে ঘাম ঝরানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ‘মন কি বাত’-এ তিনি বলেছেন, প্লে স্টেশনের বদলে মাঠে গিয়ে খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। খেলার মাঠে তার প্রতিফলন চাই। প্রথমবার ভারতে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজনের কথাও উল্লেখ করেছেন মোদী।

২৯ তারিখ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিবস। দিনটি জাতীয় ক্রীড়াদিবস হিসেবে পালন করা হয়। তার আগে আজ প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের তরুণ প্রজন্মের ক্রীড়াজগতে আসা উচিত। বর্তমানে কম্পিউটারের যুগে আমি তোমাদের সচেতন করে দিতে চাই, প্লে স্টেশনের চেয়ে মাঠে খেলা বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটারে ফিফা খেলো, তবে মাঝেমধ্যে মাঠেও তোমার ফুটবল দক্ষতার পরিচয় দাও। তোমরা কম্পিউটারে ক্রিকেট খেলতে পারো, কিন্তু খোলা আকাশের নীচে মাঠে ক্রিকেট খেলার আলাদা আনন্দ আছে।’

ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ’২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই দিনটি মহান হকি খেলোয়াড়, হকির জাদুকর, মেজর ধ্যানচাঁদের জন্মদিবস। হকিতে তাঁর অবদান তুলনাহীন। আমি তাঁর কথা এই কারণেই স্মরণ করিয়ে দিচ্ছি, আমি চাই তরুণ প্রজন্ম খেলুক। খেলা আমাদের জীবনের অংশ হওয়া উচিত। খেলা মানে শারীরিক সক্ষমতা, মানসিক সতর্কতা এবং ব্যক্তিত্ব বৃদ্ধি। একজনের আর কী প্রয়োজন? খেলা মানুষকে ঐক্যবদ্ধ করে। আগে বাচ্চারা যখন খেলতে যেত, মা প্রশ্ন করতেন, কখন বাড়ি ফিরবে? আর এখন বাড়ি ফিরেই বাচ্চারা হয় কার্টুন দেখে, না হলে মোবাইলে গেম খেলে। মাকে চিৎকার করে বলতে হয়, কখন বাইরে যাবে? সময় এভাবেই বদলে গিয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের উদ্যোগে প্রতিভাবান ক্রীড়াবিদদের চিহ্নিত করার জন্য একটি পোর্টাল চালু করা হচ্ছে। এই পোর্টালে যে কোনও তরুণ খেলোয়াড় জীবনপঞ্জী বা ভিডিও আপলোড করতে পারে। বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।