চেন্নাই: তাঁর পরিবারেও হানা দিয়েছিল করোনা। একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়ে সরেও দাঁড়িয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তারকা অফস্পিনার আর অশ্বিন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত ভারত, তখন অশ্বিন বলছেন, অতিমারি নিয়ে একটু ভয় থাকা ভাল।
ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া। তাতে আতঙ্কিত অশ্বিনও। প্রত্যেক দিন দেশের যত সংখ্যক মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, তাতে বিচলিত ভারতের অভিজ্ঞ অফস্পিনার। যিনি বেঁচে থাকতে মানুষকে ভয় পাওয়ার পরামর্শ দিয়েছেন। সহ নাগরিকদের সতর্কও করেছেন অশ্বিন। নিজের ট্যুইটার হ্যান্ডলে অন্য একজনের পোস্ট তুলে ধরেছেন অশ্বিন। যেখানে করোনা ভাইরাসের ভয়াবহ আবহে তামিলনাড়ুর বাস্তব ছবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে, সে রাজ্যের হাসপাতালগুলির আইসিইউ-তে বেড পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন পরিষেবা ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে। এই খবরে আতঙ্কিত হয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন তামিলনাড়ুর ক্রিকেটার।