বার্মিংহাম: আইপিএলের সুবাদে বর্তমান প্রজন্মের ইংরেজ ক্রিকেটাররা খেলার চাপ নিতে অভ্যস্ত। এমনটাই মনে করেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাঙ্কেট।
বৃহস্পতিবার, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চির-প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড। আরেকটি দুর্ধর্ষ ম্যাচের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানাধিকারী হিসেবে শেষ চারে পৌঁছেছে ইংল্যান্ড। গ্রুপ লিগে ভাল শুরু করলেও, মাঝে কয়েকটি ম্যাচ হেরে বিপাকে পড়ে যায় ইংল্যান্ড। শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে অবশেষে সেমির টিকিট নিশ্চিত করে ইয়ন মর্গ্যানের দল।
এদিন প্লাঙ্কেট বলেন, চাপের সামনে আপনি কেমন পারফর্ম করছেন, সেটাই আসল কথা। চাপ খারাপ নয়। চাপের ফলেই অনেকে টিকে রয়েছেন। চাপ কাটিয়ে পরিস্থিতিকে উপভোগ করতে শেখা উচিত। অন্যেরা চাপের মুখে খেলেছে। আইপিএল সহ ওই ধরনের প্রতিযোগিতায় খেলেছে।
পেস বোলারের মতে, মাঝে কয়েকটি ম্যাচে হারের ফলে, দল আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হয়েছে। বলেন, কয়েকটি খারাপ খেলা খেলেছি। যা আমাদের ঘরানার পরিপন্থী। তবে, সময়মতো, শুধরে নিয়েছি নিজেদের। বর্তমানে আমরা সেরা খেলাটা খেলছি। তবে, উন্নতির আরও অবকাশ রয়েছে।
আইপিএলের দৌলতে বর্তমান ইংরেজ ক্রিকেটাররা চাপ নিতে পারে: প্লাঙ্কেট
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2019 01:56 PM (IST)
বৃহস্পতিবার, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চির-প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড। আরেকটি দুর্ধর্ষ ম্যাচের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -