আজ লর্ডসে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২৮ রান করে ইংল্যান্ড। জবাবে ভারত ২১৯ রানে অলআউট হয়ে যায়। ওপেনার পুনম রাউত ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। সেমি-ফাইনালের নায়িকা হরমনপ্রীত কউর ৫১ রান করেন। কিন্তু শেষদিকে পরপর উইকেট হারায় ভারত। তার ফলেই প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও, খালি হাতেই ফিরতে হল মিতালি, ঝুলনদের। ২০০৫ সালের মতোই এবারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। হারলেও, ঝুলন, মিতালি, হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডেদের প্রশংসা করেছেন মোদী। হারলেও ঝুলনদের পারফরম্যান্সের প্রশংসায় প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 23 Jul 2017 11:42 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে গেলেও, ঝুলন গোস্বামীদের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফাইনালের আগে মিতালি রাজের দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের মহিলা ক্রিকেটাররা আজ নিজেদের সেরাটা দিয়েছেন। গোটা বিশ্বকাপ জুড়ে তাঁরা জেদ এবং দক্ষতা দেখিয়েছেন।’