নয়াদিল্লি: অবিশ্বাস্য ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন হরলীন দেওল। ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটারের ক্যাচের জন্যই প্যাভিলিয়নের রাস্তা দেখেছিলেন ইংল্যান্ডের এমি জোন্স।


এবার সেই ক্যাচের জন্য প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা কুড়িয়ে নিলেন হরলীন দেওল। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন প্রধামন্ত্রী। নিজের ইনস্টাগ্রাম পোস্টে হরলীনের ক্যাচের একটি ছবি পোস্ট করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অবিশ্বাস্য, দুর্দান্ত হরলীন দেওল।’ 


এর আগে হরলীনের এই ক্যাচে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ভেসে আসছিল ক্রমাগত। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা সবাই তাঁর ক্যাচের প্রশংসা করেছেন। সচিন তেন্ডুলকর ক্যাচের বর্ণনা করতে গিয়ে বছরের সেরা ক্যাচ বলে উল্লেখ করেছেন এই ক্যাচটিকে। এছাড়াও হরলীনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ থেক শুরু করে হরভজন সিংহের মতো তারকারা। তাঁরা প্রত্যেকেই হরলীনের ক্যাচ দেখার পর বলেছিলেন যে তাঁরা হরলীনের ফ্যান হয়ে গিয়েছেন। 


ইনস্টাগ্রামে গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার তরফে হরলীনের ক্যাচের ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে লেখা হয়েছে, ‘তুমি কোনওভাবেই এই মুহূর্তটি মিস করতে পারবে না। ভারতের হরলীন দেওল দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। হরলীনকে অভিবাদন।’


প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না নিজে একজন বিশ্বের সেরা ফিল্ডার। দেশের জার্সিতে প্রচুর ম্যাচে ফিল্ডিংয়ে অসাধারণ পারফর্ম করেই ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন রায়না। তিনিও নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন হরলীনের ক্যাচের ভিডিও। সেই পোস্টে রায়না লিখেছেন, ‘দুর্দান্ত একটা ক্যাচ ধরলে তুমি। গোটা দেশ তোমার জন্য গর্বিত। এভাবেই আরও উজ্জ্বল হয়ে ওঠো ও অন্যদের আরও অনুপ্রাণিত করতে থাক।‘ 


হরলীন ক্যাচ দুর্দান্ত ধরলেও দলকে জেতাতে পারেননি। প্রথম ম্যাচে ১৮ রানে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়ে দেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইস সিস্টেমে শেষ পর্যন্ত জয় হাসিল করে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল।