নয়াদিল্লি: এশিয়ান গেমসের পর প্যারা এশিয়ান গেমসেও (Para Asian Games) দুর্দান্ত সাফল্য পেয়েছেন ভারতের অ্যাথলিটরা। টুর্নামেন্টের ইতিহাসে এবারই ভারতের অ্যাথলিটরা সর্বাধিক ১১১টি পদক জিতেছেন। এর আগে ভারতের প্যারা এশিয়ান গেমসে সবেচেয়ে বড় সাফল্য ছিল জাকার্তায় আয়োজিত টুর্নামেন্টে। সেবার ৭২টি পদক জিতেছিল ভারত। এবার তার থেকে অনেক বেশি সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটদের জন্য। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ''প্যারা এশিয়ান গেমস থেকে এবার ১০০-র বেশি পদক জিতেছেন ভারতের অ্যাথলিটরা। অসাধারণ একটা মুহূর্ত। এই সাফল্য প্রমাণ করে দেয় আমাদের অ্যাথলিটদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ও একাগ্রতা। এই সাফল্য আমাদের আরও গর্বিত করে তুলেছে। আমি সব অ্যাথলিট, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই।''


 



ভারত এবার প্যারা এশিয়ান গেমসের আসরে মোট ১১১ পদক জিতেছেন। তার মধ্য়ে রয়েছে ২৯টি সোনা, ২১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ। তালিকায় সবার ওপরে রয়েছে চিন। তাদের ঝুলিতে রয়েছে ২১৪টি সোনা, ১৬৭টি রুপো ও ১৪০টি ব্রোঞ্জ। 


ইরান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁদের ঝুলিতে ৪৪টি সোনা, ৪৬টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। মোট ১৩১টি পদক জিতেছে তারা। জাপান ৪২টি সোনা জিতেছে। ৪৯টি রুপো ও ৫৯টি ব্রোঞ্জ জিতেছে। তারা মোট ১৫০টি পদক জিতেছে। রিপাবলিক অফ কোরিয়া মোট ১০৩টি পদক জিতেছে। তবে চতুর্থ স্থানে তারা ভারতের থেকে এগিয়ে। তার কারণ ৩০টি সোনা তারা জিতেছে। ভারতের থেকে একটি বেশি।


গতকালই নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছিলেন অনুরাগ ঠাকুর। নিজের সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ''ভারতীয় প্যারা খেলোয়াড়রা এবার তাঁদের সেরা পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান গেমসে আগের ৭২টি পদকের রেকর্ড ভেঙে দিয়েছে। খেলা এখনও চলছে, নতুন রেকর্ড তৈরি হবে ও আগের রেকর্ড আমাদের খেলােয়াড়েরা ভেঙে দেব।''