নয়া দিল্লি : ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে প্রথম টমাস কাপে সোনা জিতেছে ভারত। টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গোটা দেশের তরফে জয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এটা ছোটখাট কৃতিত্ব নয়। 'হ্যাঁ, আমরাও করতে পারি'-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তি। আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।"
ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।
টমাস কাপ (Thomas Cup) ব্যাডমিন্টনে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত। প্রথম গেম হেরে গিয়েও ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে ইন্দোনেশিয়ার ডাবলস জুটি মহম্মদ এহসান ও কেভিন সঞ্জয়া সুকামুলজোকে হারিয়ে দেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।
তার আগে রবিবার ফাইনালে সিঙ্গলসে ইন্দোনেশিয়ার অ্য়ান্থনি গিনটিংকে (AS Ginting) হারিয়ে দেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম গেম ৮-২১ ব্যবধানে হেরে গেলেও দুরন্ত প্রত্যাঘাত করেন ভারতীয় শাটলার। ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার পর সকলের নজর ছিল কিদাম্বির দিকে। তিনি জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচের আর দরকার হয়নি। প্রথম গেমে ৩-২ ব্যবধানে এগিয়ে যান ভারতের লক্ষ্য। কিন্তু তারপরই চাপে পড়ে যান। একের পর এক ভুল করে লক্ষ্য হেরে যান ৮-২১ ব্যবধানে। পরের গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লড়াই শুরু করেন লক্ষ্য। জিনটিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে একটা সময় ১১-৭ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে জয় পান তিনি। ২১-১৭ পয়েন্টে গেম জিতে ম্যাচ ১-১ করেন ভারতীয় শাটলার। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, শেষ গেম জিতলেই ম্যাচ পকেটে পুরে নেবেন লক্ষ্য।
কিন্তু তৃতীয় গেমে তাঁর লড়াই সহজ ছিল না। ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য। এই গেম ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক এবং হারলে ম্যাচটাই হেরে যেতেন লক্ষ্য। কিন্তু হতাশ করেননি ভারতীয় শাটলার। প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি। স্নায়ুর চাপ সামলে ২১-১৬ পয়েন্টে তৃতীয় তথা শেষ গেম জিতে নেন।
ঐতিহাসিক টমাস কাপ জয়ের পরই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ভারতীয় শাটলার চিরাগ শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, "জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা খুবই খুশি হয়েছিলাম এটা ভেবে যে, উনি নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে জয়ের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছিলেন।"