নয়া দিল্লি : টোকিও অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৩ জুলাই শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। তার আগে আজ, মঙ্গলবার ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আলোচনায় যোগ দেন পি ভি সিন্ধুও। ভারতের হয়ে এবার পদক জয়ের অন্যতম দাবীদার তিনি। রিও অলিম্পিক্সে রূপোর পদক জিতেছিলেন তিনি। 


সিন্ধুর সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তাঁর কাছে জানতে চান তিনি আইসক্রিম খেতে ভালবাসেন কি না। ব্যাডমিন্টন তারকা তাঁকে জানান, তিনি আইসক্রিম খান না। কারণ, তিনি বড় প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করছেন। সিন্ধু বলেন, যেহেতু অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই আমাদের কিছু জিনিসে নিয়ন্ত্রণ রাখতে হয়েছে। প্রতিযোগিতার জন্যই আইসক্রিম খাচ্ছি না।


এর পর প্রধানমন্ত্রী হাল্কা ছলে সিন্ধুকে জানান, টোকিও থেকে ফেরার পর তিনি চেষ্টা করবেন তাঁর সঙ্গে আইসক্রিম খাওয়ার। প্রধানমন্ত্রী বলেন, অলিম্পিক্সের পর তোমার সঙ্গে দেখা হবে। তখন আমি তোমার সঙ্গে আইসক্রিম খাব। 


প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে সিন্ধু সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ভারতের অন্য খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারাটা খুবই সম্মানের ব্যাপার। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি গোটা দেশকেও। যারা ক্রমাগত আমাদের সমর্থন জানিয়ে গেছেন। আশা করছি, অলিম্পিক্স আমরা আপনাদের গর্বিত করতে পারব।


আজকের এই ভার্চুয়াল ভিডিও কনফারেন্স শুরু করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অ্যাথলিটদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী সময় বের করায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এছাড়াও ছিলেন অলিম্পিক্স অ্যাসোসিয়েশেনর সভাপতি নরিন্দর বাত্রা। 


প্রসঙ্গত, এবার ভারতের প্রায় ১২৬ জন অ্যাথলিট টোকিও অলিম্পিক্সের উদ্দেশে রওনা দেবেন। অলিম্পিক্সে এটাই ভারতের সবথেকে বড় প্রতিনিধি দল। ১৮টি খেলার ৬৯টি ইভেন্টে যোগ দেবেন ভারতীয় অ্যাথলিটরা।