নয়াদিল্লি: হলুদ ফুলস্লিভ টি-শার্ট, কালো ট্র্যাক শ্যুটের লোয়ার। পায়ে কমলা রংয়ের জুতো। একরত্তির হাতে ধরা খেলনার মতো জ্যাভলিন। কীভাবে সেটি ধরবে, কীভাবে দৌড়বে, কীভাবে ছুড়বে, হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন এক তরুণ।


সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এতটাই যে, প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করে ফেললেন। লিখলেন, তোমার মতো তরুণ দেশের প্রেরণা। দারুণ উদ্যোগ।


প্রধানমন্ত্রীর উচ্ছ্বাসের কারণ, খুদের প্রশিক্ষকের ভূমিকায় যিনি, সেই তরুণের সাফল্যের ঝুলিতে রয়েছে অলিম্পিক্সের সোনা। তিনি, নীরজ চোপড়া (Neeraj Chopra), মগ্ন রইলেন একরত্তিকে জ্যাভলিন থ্রোয়ের পাঠ দিতে।


টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে এভাবে দেখে অবাক হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে থেকে নীরজ চোপড়ার একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। যেখানে দেখা যায় নীরজ চোপড়া শিশুদের প্রশিক্ষণ দিচ্ছেন। একটি ভিডিওতে দেখা যায় নীরজ চোপড়া ভবিষ্যতের চ্যাম্পিয়নদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেই ভিডিও নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে রি ট্যুইট করেন নরেন্দ্র মোদি। খুদেদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলো এবং ফিটনেস নিয়ে চর্চা করার জন্য নীরজ চোপড়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।


রবিবার গুজরাতের আমদাবাদের একটি স্কুলের অনুষ্ঠানে খুদেদের প্রশিক্ষণ দিচ্ছিলেন নীরজ। সেই ছবি ট্যুইট করার পরে, সেই ভিডিওকে রি ট্যুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন ‘দারুণ মুহূর্ত’। সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। প্রধানমন্ত্রী লিখেছেন, 'নীরজ চোপড়া তরুণ শিক্ষার্থীদের মধ্যে পৌঁছাতে এবং তাদের খেলাধুলো এবং ফিটনেস নিয়ে অনুপ্রাণিত করার জন্য এটি একটি দুর্দান্ত উদ্যোগ। এ ধরনের প্রচেষ্টা খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াবে।'



শনিবার নীরজ গিয়েছিলেন সংস্কারধাম স্কুলে। সেখানে তিনি ছাত্রদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের সঙ্গে জ্যাভলিন থ্রো, ভলিবল এবং তীরন্দাজির মতো অনেক খেলায় অংশগ্রহণ করেছিলেন। এদিনের অনুষ্ঠানে নীরজ শিক্ষার্থীদের ফিটনেসের ক্ষেত্রে ব্যায়াম ও ডায়েটের গুরুত্ব সম্পর্কেও জানান। স্কুলের তরফ থেকে ট্যুইট করা একটি ভিডিওতে, ভারতের 'গোল্ডেন বয়'কে একটি শিশুকে জ্যাভলিন নিক্ষেপের প্রশিক্ষণ দিতে দেখা যায়।