ডাম্বুলা: জনতা-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার চতুর্থ একদিনের ম্যাচ। টিকিট না থাকা সত্ত্বেও বহু মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করায় শুরু হয় সমস্যা। অনেকে রাস্তায় বসে পড়েন। বিক্ষুদ্ধ জনতাকে হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


 

 

এক পুলিশ আধিকারিক বলেছেন, ডাম্বুলা স্টেডিয়ামে ১৮ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। বুধবার খেলা শুরু হওয়ার অনেকক্ষণ আগেই সব টিকিট বিক্রি হয়ে যায়। স্টেডিয়াম কর্তৃপক্ষ সে কথা ঘোষণা করে টিকিট না থাকা ব্যক্তিদের চলে যেতে বলে। কিন্তু তারপরেও প্রায় ৩০০ দর্শক জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দেয়। এরপরেই দর্শকরা রাস্তা অবরোধ করেন। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


 

রবিবার ডাম্বুলাতেই সিরিজের তৃতীয় ম্যাচেও চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছিল। সেদিন বহু মানুষ টিকিট ছাড়াই জোর করে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। ফলে কয়েক হাজার টিকিটধারী দর্শক নিজেদের আসনে বসতে পারেননি।  পর্যবেক্ষকদের মতে, টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ফলে অ্যাঞ্জেলো ম্যাথুজের দলের উপর দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। সেই কারণেই একদিনের সিরিজে এই উন্মাদনা দেখা যাচ্ছে।