অ্যাডিলেড: গাবায় জয়ের ধারা অব্যাহত অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালের পর থেকে এই মাঠে অজিরা অপ্রতিরোধ্য। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে জিতে সিরিজে ১-০ এগিয়ে থেকে অ্যাডিলেডের এসেছে অস্ট্রেলিয়া। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ প্রতিক্ষিত দিনরাতের টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সে নিয়েই চলছিল অস্ট্রেলিয়ার প্রথম সারির স্পোর্টস চ্যানেলের অনু্ষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অজি কিংবদন্তী রিকি পন্টিং এবং সঞ্চালনার কাজটি করছিলেন মেলানিয়া ম্যাকলফ্লিন। এক দর্শক মেলানিয়াকে দেখে তাঁর সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেন। এই পর্যন্ত সব স্বাভাবিকই ছিল। এরপর যা ঘটল, তা গোটা ক্রিকেট বিশ্বকেই হতবাক করেছে।
সুন্দরী সঞ্চালিকার সঙ্গে ছবি তুলতে গিয়ে কিনা প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকেই ফোন ধরিয়ে দিলেন দর্শক। পন্টিং সেই ফোনে তাঁদের ছবিও তুলে দিলেন। এই দৃশ্য ক্যামরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই তা ভাইরাল।