নয়াদিল্লি: সহবাগ ইন্টারন্যাশনাল স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে দুই শিশু। গত বুধবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ তাদের ছবি শেয়ার করেছেন। এই দুই শিশু পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের।
পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত জওয়ানদের সন্তানেরা তাঁর স্কুলে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পড়াশোনা করছে এমন ছবি টুইটারে পোস্ট সহবাগ লেখেন, ‘তারকাদের সন্তান! সহবাগ স্কুলে এই দু’জনকে পাওয়াটা সৌভাগ্য। তাদের জীবনে এগিয়ে চলার পথে শরিক হতে পেরে ভাগ্যবান। ব্যাটসম্যান অর্পিত সিংহ, পুলওয়ামা শহীদ রাম ভকিলের সন্তান। বোলার রাহুল সোরেং পুলওয়ামা শহীদ বিজয় সোরেং-এর সন্তান। জীবনে খুব কম বিষয়ই রয়েছে, যা এই আনন্দকে পিছনে ফেলতে পারে।’



সহবাগের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে। অনুরাগীরা আবেগপূর্ণ বার্তার মাধ্যমে তাঁদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন।













উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন।