নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে কাল থেকে শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ জিতবে অস্ট্রেলিয়া। এমনই আশা প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি ট্যুইটারে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বলেছেন, ‘বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স এবং গ্রীষ্মে টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়ার পর অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত একদিনের সিরিজ হারের বদলা নিতে মরিয়া থাকবে। তবে আমার মনে হয়, ২-১ ফলে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া।’

সম্প্রতি টি-২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ জিতেছে ভারত। অন্যদিকে, ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। গত বছর পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ভারতকে ৩-২ হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এবারও অ্যারন ফিঞ্চের দলই জিতবে বলে আশাবাদী পন্টিং। তিনি মার্নাস লাবুশানেকে নিয়েও আশাবাদী। অস্ট্রেলিয়ার এই নয়া তারকা প্রসঙ্গে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয়, মিডল অর্ডারে দারুণ খেলবে লাবুশানে। ও স্পিন বোলিং খুব ভাল খেলে, উইকেটের মাঝে জোরে ছুটতে পারে, ফিল্ডিং ভাল এবং লেগস্পিন বোলিংও করতে পারে। ও দারুণভাবে দলের কাজে লাগতে পারে।’