মুম্বই: শনিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইরফান পাঠান। জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন অভিনেত্রী প্রীতি জিন্টা।

আইপিএলের প্রথম তিন মরসুমে প্রীতির দল কিংস ইলেভেন পঞ্জাবে খেলেছেন ইরফান। সেই সময় ফর্মের তুঙ্গে ছিলেন বঢোদরার অলরাউন্ডার। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওই তিন বছর ৪৭টি উইকেট পেয়েছিলেন ইরফান।

প্রীতি ট্যুইট করেছেন, ‘আইপিএল যখন শুরু হয়েছিল তোমার কাছে খেলাটা নিয়ে কত কী শিখেছিলাম। তুমি বরাবরই মানুষ হিসাবে দারুণ, খেলোয়াড় হিসাবেও। দারুণ স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ইরফান পাঠান। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা। অনেক ভালবাসা রইল।’




জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ান ডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন ইরফান। ২০১৭ সাল পর্যন্ত আইপিএলেও দেখা গিয়েছে বাঁহাতি অলরাউন্ডারকে।