নয়াদিল্লি: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ভারতীয় অ্যাথলিটদের উচিত অন্যান্য দেশের ক্রীড়াবিদদের সঙ্গে বন্ধুত্ব ও ঐক্য সুদৃঢ় করা।


 

রিও অলিম্পিকে ভারতীয় দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্তকে পাঠানো বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, তিনি নিশ্চিত, এই প্রতিযোগিতা ভারতীয় অ্যাথলিটদের কাছে নিজেদের প্রতিভা প্রকাশ করার মঞ্চ হয়ে উঠবে। বিভিন্ন বিভাগে নিজেদের দক্ষতা পরীক্ষাও করতে পারবেন তাঁরা। সারা বিশ্বের অ্যাথলিটদের সঙ্গে লড়াই করবেন ভারতীয়রা। ক্রীড়াবিদরা নিজেদের সেরাটা তুলে ধরবেন এই প্রতিযোগিতায়।

 

এবারের অলিম্পিকে সবচেয়ে বড় দল পাঠিয়েছে ভারত। রিও-তে ভারতের ১১৮ জন অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে লড়াই করবেন। তাঁদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।