নয়াদিল্লি: দিনকয়েক আগেই ইতিহাস গড়েছেন ডি গুকেশ (D Gukesh)। ৬৪ খোপের খেলায় নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেয়েছে বিশ্ব। শনিবাসরীয় সন্ধেতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তরুণ তুর্কি। সপরিবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গুকেশ।
সোশ্যাল মিডিয়ায় গুকেশের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলে। এক তরুণ ডি গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন হব বল যে ইচ্ছাপ্রকাশ করেছিল, সেই ভিডিও যে তাঁরও নজর এড়ায়নি, সে কথা জানান মোদি। গুকেশের নিষ্ঠা ও নাছোড় মনোভাব প্রধানমন্ত্রীর নজর কেড়েছে। এছাড়া যোগ ও ধ্যানের মাহাত্ম্য নিয়ে দুইজনের মধ্যে আজকের আলোচনাটি হয় বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া গুকেশের বাবা-মাকে তাঁকে অনুপ্রারিত করা ও তাঁর পাশে থাকার জন্যও বাহবা জানান মোদি।
প্রধানমন্ত্রী আশা করছেন গুকেশের সাফল্য আরও বেশি করে তরুণদের ক্রীড়াকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সবশেষে গুকেশের তরফে এক বিশেষ উপহারও পান প্রধানমন্ত্রী মোদি। তিনি যে বোর্ডে ফাইনাল ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই বোর্ডটি প্রধানমন্ত্রীকে উপহার দেন গুকেশ। সেই বোর্ডটিতে তাঁর ও ফাইনালে তাঁর প্রতিপক্ষ ডিং লিরেন, উভয়েরই স্বাক্ষর রয়েছে।
ফাইনালের আগে পর্যন্ত গুকেশ ও ডিং - দুজনেরই ঝুলিতে ছিল ৬.৫ পয়েন্ট করে। ১৩ গেমের পর। ১৪তম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ডিং। যিনি খেতাবরক্ষার লড়াইয়ে নেমেছিলেন। একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন তিনি।
ইতিহাস তৈরি করে গুকেশ বলেছেন, 'আমার জীবনের সেরা দিন।' শেষ পর্যন্ত ম্যাচের ফল দাঁড়ায় গুকেশের পক্ষে ৭.৫-৬.৫। ক্লাসিকাল দাবায় ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। সর্বকনিষ্ঠ তো বটেই। ডিং ৫৩তম চালে ভুল করার পর আবেগ গোপন করতে পারেননি গুকেশ। তিনি জলপানের বিরতি নেন। মুখে ততক্ষণে হাসি। তিনি বুঝেই গিয়েছিলেন যে, তাঁর মাথায় মুকুট ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর গাল বেয়ে চুঁইয়ে পড়ছিল জল। আনন্দাশ্রু। ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ডিং। বিশ্বচ্যাম্পিয়নশিপের সিংহাসনচ্যুত হলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তিনি না টিকলে শতরান হতই না, সিরাজের ঢঙেই তাঁকে কৃতজ্ঞতা জানালেন নীতীশ কুমার রেড্ডি