ভূবনেশ্বর: আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্যায়ের খেলায় শীর্ষ স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে ওঠা। এমনটাই জানিয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রিত সিংহ।


আর মাত্র ২ সপ্তাহ পরেই বিশ্বের ষোলটি সেরা দলের স্টিক ও বলে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে কলিঙ্গ স্টেডিয়ামে। বিশ্বকাপের মেগা ইভেন্টের চূড়ান্ত প্রস্তুতি সারছে ভারত।

মনপ্রিত বলেছেন, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। প্রত্যেকটি ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আমাদের লক্ষ্য। এটাই আমাদের প্রথম হার্ডল।

ভারতীয় অধিনায়ক বলেছেন, এটা বিশ্বকাপ এবং প্রত্যেকটা দলই বিশ্বকাপ জয়ের উদ্দেশ্য নিয়েই আসছে। তাই কোনও দলকে হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই, সে দক্ষিণ আফ্রিকাই হোক বা কানাডা বা বিশ্বের তিন নম্বর বেলজিয়াম।

ভারত রয়েছে পুল-সি-তে। আগামী ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। মনপ্রিতদের পরের ম্যাচ ২ ডিসেম্বর বেলজিয়ামের বিরুদ্ধে। ৮ ডিসেম্বর পুলের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলবে ভারত।

পুলের ম্যাচে ভারত প্রথম যাদের বিরুদ্ধে খেলবে সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় কোনও টুর্নামেন্টে গত দু বছর কোনও ম্যাচ খেলেনি ভারত। তবে মনপ্রিত মনে করছেন যে, প্রথম ম্যাচে জয় দলকে সঠিক দিশায় চালিত করবে।

মনপ্রিত বলেছেন, কোনও টুর্নামেন্টে লড়াই না হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সময় প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচ থেকে ওদের খেলার ধরন নিয়ে একটা ধারনা পাওয়া গিয়েছে।

ব্রেডায় এফআইএইচ চ্যাম্পিয়ন্স ট্রফি ও গত বছর হকি ওয়ার্ল্ড লিগের ফাইনালে বেলজিয়ামকে হারিয়েছিল ভারত। কিন্তু অতীতে বড়সড় আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলিতে বেশ কয়েকবারই ভারতের পথে কাঁটা ছড়িয়ে দিতে পেরেছিল বেলজিয়াম।

কানাডাও শক্ত প্রতিপক্ষ।

তবে বিশ্বকাপে অভিযানে নামার আগে অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ ভারতীয় দল। মনপ্রিত বলেছেন, গত দু বছরে আমাদের দল উন্নতি করেছে এবং প্রত্যেক টুর্নামেন্ট থেকেই শিক্ষা নিয়েছে। যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে কার বিরুদ্ধে খেলছি, তা অতটা গুরুত্বপূর্ণ হবে না।